
কলকাতা: অনুমতি রয়েছে তবুও ভেঙে দেওয়া হচ্ছে রুফটপ রেস্তোরাঁ। এই মর্মে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় মৌখিক স্থগিতাদেশ দিল আদালত। পার্কস্ট্রিটের রুফটপ রেস্তোরাঁ ভাঙায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের। পুরসভাকে উদ্দেশ্য করে বিচারপতি গৌরাঙ্গ কান্তের মন্তব্য, “আপনারা এভাবে ভাঙতে পারেন না।” বিচারপতির আরও মন্তব্য, “আইনের যে ধারায় আপনারা হোটেল কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছেন তার বলে আপনারা ভাঙতে পারেন না।”
এ দিন মামলাকারীর আইনজীবীর আদালতে সওয়াল, “অন্যত্র অগ্নিকাণ্ড হয়েছে বলে রাতারাতি আমাদের রেস্টুরেন্ট ভেঙে দেওয়া যায় ? যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন তাই তড়িঘড়ি আমাদের রেস্টুরেন্ট ভেঙে দেওয়া হল। এটা করা যায়? নীতিগত সিদ্ধান্ত সরকার নিতেই পারে। আমরা আইনের মাধ্যমে লড়াই চালাতে পারি।” একই সঙ্গে কোর্টে তাঁর প্রশ্ন, “রাতে পুলিশ নিয়ে এসে কেন ভেঙে দেওয়া হল? আমরা কি দুষ্কৃতী? আমাদের সমস্ত লাইসেন্স রয়েছে।” আদালতে এ দিন এও সওয়াল করা হয়েছে, “২০২৪ সালে আমরা পুরসভার কাছে রেস্তোরাঁর একটা অংশ নিয়মিত ( Regularise) করার আবেদন জানিয়েছিলাম। সেটা নিয়ে পুরসভা এখনো সিদ্ধান্ত নেয়নি।”
যদিও আজ কলকাতা পুরসভা হাইকোর্টে তৈরি হয়ে আসেনি। কিছু নির্দেশের প্রয়োজন রয়েছে। সেই নির্দেশ পেয়েই পরের দিন আদালতে সওয়াল করবেন পুরসভার হয়ে লড়া আইনজীবী। এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। উল্লেখ্য, মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছিলেন রুফটপে রেস্তোরাঁ বন্ধ করতে হবে। মেয়রের সেই নির্দেশ পেতেই পুরকর্মীরা পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে পার্কস্ট্রিটের একাধিক রেস্তোরাঁ ভেঙে ফেলতে উদ্যোগী হন। শনিবার বিকেলে সাদার্ন অ্যাভিনিউয়ের একটি ছ’তলা বাড়ির উপরে তৈরি রেস্তোরাঁ ভাঙতে আসে কলকাতা পৌরসভার ডেমোলিশন টিম। তবে রেস্তোরাঁর কর্মীরা বাধা দেওয়ায় ফিরতে হয় তাঁদের। সেই সময়ই রেস্তোরাঁর মালিক জানিয়েছিলেন আদালত থেকে তারা স্থগিতাদেশ অর্ডার নিয়ে এসেছেন।