
কলকাতা: এসএসসি-র প্রশ্নে ফের ঝুলেই রইল ছাব্বিশ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের অবমাননার মামলা। নির্দেশ কেন মানা হয়নি? উত্তরের বদলে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল এসএসসি। কলকাতা হাইকোর্টে কি আদৌ আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য? প্রশ্ন এসএসসি-র। একই প্রশ্ন মধ্য শিক্ষা পর্ষদের। শীর্ষ আদালতে পুনর্বিবেচনার রায়ের পর এই মামলা কি ডিভিশন বেঞ্চ শুনতে পারে, প্রশ্ন মধ্যশিক্ষা পর্ষদের।
বস্তুত, প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। সেই নির্দেশের পর আদালত অবমাননার অভিযোগ ওঠে এসএসসির বিরুদ্ধে। কেন আদালতের নির্দেশ মানা হলো না, তা জানতে চায় কোর্ট। কিন্তু সে প্রশ্নের জবাবের বদলে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে এসএসসি।
এসএসসি আদালতে সওয়াল করেন, “আমাদের কাছে কোনও নির্দেশ নেই।” বিকাশ ভট্টাচার্য বলেন, “সাংবিধানিক আদালতের নিজস্ব ক্ষমতা আছে অবমাননার মানলা শোনার৷” আগামী সোমবার এই আদালতে গ্রহনযোগ্যতার বিহয়ে সব পক্ষকে শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।