Calcutta High Court, I-Pac: ‘এজলাস খালি করুন, কিচ্ছু শুনতে পাচ্ছি না’, বেরিয়েই গেলেন বিচারপতি ঘোষ

Calcutta High Court: সেই সময় পুলিশ সেখানে অতিসক্রিয় ছিল। তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই হাইকোর্টের দ্বারস্থ ইডি আধিকারিকরা। শুক্রবার শুরু হয়ে গিয়েছে এই মামলার শুনানি। এজলাসের ভিতরে কী হচ্ছে সব একনজরে....

Calcutta High Court, I-Pac: এজলাস খালি করুন, কিচ্ছু শুনতে পাচ্ছি না, বেরিয়েই গেলেন বিচারপতি ঘোষ
কলকাতা হাইকোর্ট,Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 09, 2026 | 2:46 PM

কলকাতা: ইডির তদন্তে বাধা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ ইডির। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, বৃহস্পতিবার যখন প্রতীক জৈনের বাড়িতে চলছিল তল্লাশি চলছিল। সেই সময় পুলিশ সেখানে অতিসক্রিয় ছিল। তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই হাইকোর্টের দ্বারস্থ ইডি আধিকারিকরা। শুক্রবার শুরু হয়ে গিয়েছে এই মামলার শুনানি। এজলাসের ভিতরে কী হচ্ছে সব একনজরে….

দুপুর ২টো বেজে ৩৮ মিনিট: বারবার বলার পরও এজলাসে তুমুল হইহট্টোগোল চলছিল। অনেকটা সময় দেওয়ার পরও এজলাসের ভিড় কমেনি। এরপর বিচারপতি লিখিত আকারে জানিয়ে দেন, আজ এই মামলার শুনানি হবে না। আপাতত স্থগিত শুনানি। আগামী ১৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। এ দিন, এই মামলার লাইভের লিঙ্কও ছিল না।

দুপুর ২টো বেজে ৩২ মিনিট: এজলসে প্রবেশ ও বেড়নো নিয়ে তুমুল বাগ বিতন্ডা। খালি করার নির্দেশ দিয়ে উঠলেন বিচারপতি শুভ্রা ঘোষ

দুপুর ২টো বেজে ২৫ মিনিট: “আমার বন্ধু আইনজীবী, ইন্টার্ন সবাইকে অনুরোধ করছি এজলাস খালি করুন”, বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দুপুর ২টো বেজে ২৬ মিনিট: বিচারপতি বললেন, “এজলাস খালি করুন। কিছু শুনতে পারছি না। নাহলে আমি উঠে যাচ্ছি।”

দুপুর ২টো বেজে ১০ মিনিট: এজলাসে এলেন বিচারপতি শুভ্রা ঘোষ

দুপুর ২টো বেজে ১১ মিনিট: হাইভোলটেজ মামলা। ভিড় বাড়ছে আদালতে। তেরো বছর বাদে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত হয়েছেন এজলাসে মামলা শোনার জন্য