HC: প্রাথমিক প্যানেল প্রকাশের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Dec 20, 2023 | 6:35 PM

Primary: ২০১৪ সালের টেটের প্রেক্ষিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা আদালতের সামনে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। গত ১২ ডিসেম্বর এই নির্দেশ দেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দু'জন বিতর্কিত চাকরিপ্রাপক। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

HC: প্রাথমিক প্যানেল প্রকাশের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
কলকাতা হাইকোর্ট।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় একক বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১৬ সালের প্রাথমিকের প্যানেল আদালতে জমা দেওয়ার জন্য। সেই নির্দেশের উপর চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বুধবারই এই নির্দেশ দিয়েছে। ফলে এখনই প্রাথমিক পর্ষদকে কোনও মেধাতালিকা বা প্যানেল জমা দিতে হবে না।

২০১৪ সালের টেটের প্রেক্ষিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা আদালতের সামনে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। গত ১২ ডিসেম্বর এই নির্দেশ দেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দু’জন বিতর্কিত চাকরিপ্রাপক। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি মূল মামলাকারী রমেশ মালিক ও সৌমেন নন্দীকে নিয়ে সিবিআইয়ের রিপোর্ট তলব করা হয়েছে। আগামী ৩ জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করেছে আদালত। রমেশ মালিক ও সৌমেন নন্দী আদৌ টেট পাশ করেছেন কি না তা নিয়ে রিপোর্ট দেবে সিবিআই। এই মামলাও বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে ওঠে এদিন। টেট উত্তীর্ণ না হলে কি মামলা করার অধিকার তৈরি হয়?, প্রশ্ন করেন বিচারপতি। ৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Next Article