HC: রোগীমৃত্যুতে চিকিৎসককে টিকতে দিচ্ছে না পরিবার, পুলিশকে দেখার নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Aug 26, 2023 | 4:39 PM

HC: সন্তানপ্রসবের পর ওই তরুণীর প্যানক্রিয়াসের জটিল সমস্যা ধরা পড়ে। এই রাজ্যের চিকিৎসায় কাজ না হওয়ায় দক্ষিণ ভারতে যান চিকিৎসার জন্য। তাতেও সুফল মেলেনি।

HC: রোগীমৃত্যুতে চিকিৎসককে টিকতে দিচ্ছে না পরিবার, পুলিশকে দেখার নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সন্তান জন্মের পর পরই তরুণীর মৃত্যু। সেই ঘটনায় ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে নানাভাবে হেনস্থা করার অভিযোগ উঠল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে, ওই চিকিৎসক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শনিবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি ছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, চিকিৎসকের হেনস্থা আটকাতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। পুলিশও আশ্বস্ত করেছে, এই চিকিৎসক যাতে কোনওভাবে আর নতুন করে সমস্যায় না পড়েন তা তারা দেখবে। একইসঙ্গে ওই চিকিৎসকের দায়ের করা দু’টি অভিযোগের ভিত্তিতে এখনও অবধি দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। চার্জশিটও জমা দিয়েছে বলে জানিয়েছে তারা।

সন্তানপ্রসবের পর ওই তরুণীর প্যানক্রিয়াসের জটিল সমস্যা ধরা পড়ে। এই রাজ্যের চিকিৎসায় কাজ না হওয়ায় দক্ষিণ ভারতে যান চিকিৎসার জন্য। তাতেও সুফল মেলেনি। সদ্য সন্তানকে জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয় মায়ের। এরপরই তরুণীর পরিবারের রোষের নিশানা হয়ে ওঠেন সেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যাঁর হাতে তরুণীর ডেলিভারি হয়।

ওই চিকিৎসক আদালতে জানান, রোগীর মৃত্যু হলেও সেই তরুণীর পরিবার এখন কার্যত ছিঁড়ে খাচ্ছে বহরমপুরের চিকিৎসক দীপায়ন তরফদারকে। মামলাকারী চিকিৎসকের দাবি, থানায় বা সংশ্লিষ্ট জায়গায় কোনওরকম অভিযোগ জানায়নি তরুণীর পরিবার। অথচ অনবরত তাঁকে নাকাল করে যাচ্ছে।

ওই চিকিৎসকের আইনজীবী আর্যক দত্ত এবং আইনজীবী অরিন্দম দাস এদিন আদালতে জানান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ওই তরুণীর সন্তানের জন্মের প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন করেছিলেন। কিন্তু প্যানক্রিয়াসের সমস্যা একেবারেই আলাদা চিকিৎসার বিষয়। অথচ সেই রোগে মৃত্যুর জন্য মৃতের পরিবার চিকিৎসকের বাড়িতে গিয়ে হামলা চালায়। ৩০ লক্ষ টাকা দাবিও করা হয়। শুধু তাই নয়, তাঁর কাছে রোজই থ্রেট কল আসছে বলেও অভিযোগ চিকিৎসকের।

চিকিৎসকের দাবি, শুধু তাঁকেই হেনস্থা করা হচ্ছে এমন নয়, পরিবারের লোকজনও চরম সমস্যায় পড়ছেন। পরিবারের লোকজন রাস্তায় বের হলে কুকথা শুনতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায়ও ওই চিকিৎসক সম্পর্কে নানারকম অসম্মানজনক কথাবার্তা প্রচার করা হচ্ছে। নিষ্কৃতি পেতে ওই চিকিৎসক ইতিমধ্যেই বহরমপুর থানায় দু’টি অভিযোগ দায়ের করেছেন। তারপরও সমস্যার সমাধান হচ্ছে না। চরম আতঙ্কে দিন কাটছে ওই চিকিৎসক ও তাঁর পরিবারের।

Next Article
Human Rights Commission: কাঠগড়ায় ন্যাশনাল মেডিকেল কলেজ, প্রসূতি মৃত্যুর রহস্য উদঘাটনে ফের তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের
Calcutta High Court: বাবা-মায়ের মৃত্যু হলে পরিবারের সরকারি চাকরি পাওয়া বংশগত অধিকার নয়: হাইকোর্ট