HC: ‘আপনাদের মতো আইন অনুযায়ী পদক্ষেপ করুন’, সিবিআইকে বললেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Sep 18, 2023 | 2:14 PM

Alipurduar: আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। আলিপুরদুয়ার থানায় দায়ের হয় অভিযোগ। প্রাথমিকভাবে আলিপুরদুয়ার থানা তদন্ত শুরু করলেও পরবর্তীকালে তদন্তভার যায় সিআইডির হাতে।

HC: আপনাদের মতো আইন অনুযায়ী পদক্ষেপ করুন, সিবিআইকে বললেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ।সেই মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। সোমবার আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে বলেও এদিন আদালতে জানায় সিবিআইয়ের আইনজীবী। সিবিআইকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য় করেন, ‘আপনারা আপনাদের মত আইন অনুযায়ী পদক্ষেপ করুন।’

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। আলিপুরদুয়ার থানায় দায়ের হয় অভিযোগ। প্রাথমিকভাবে আলিপুরদুয়ার থানা তদন্ত শুরু করলেও পরবর্তীকালে তদন্তভার যায় সিআইডির হাতে। ঘটনায় পাঁচজন গ্রেফতারও হয়। তবে টাকা ফেরত পাননি কোনও আমানতকারী। মামলা এরপর হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়। তিনিই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেন।

এই মহিলা ঋণদান সমবায় সমিতিতে প্রায় ২২ হাজার আমানতকারী আছেন। ২০১৮-১৯ সালে এখানে বেনিয়মের অভিযোগ ওঠে। এরইমধ্যে ২০২০ সালে বন্ধও হয়ে যায় তা। এরপরই আমানতকারীদের একাংশ অভিযোগ তোলেন, তাঁদের টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ ওঠে।

Next Article