কলকাতা: শর্তসাপেক্ষে আইএসএফের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে পারলে নওশাদ সিদ্দিকীর দল। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রতি বছর এই ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সভা করে তৃণমূল। এর আগে আদালতের অনুমতি নিয়ে এখানে সভা করেছে বিজেপি। এবার শর্তসাপেক্ষে আদালতই অনুমতি দিল আইএসএফকেও।
এদিন আদালত বলে, সভার দায়িত্ব নেবেন যে ব্যক্তি তাঁর নাম জমা দিতে হবে আদালতকে। রাজ্যের অনুমতি না দেওয়ার কোনও কারণ আছে বলে মনে করছে না আদালত। এদিন আদালত নির্দেশ দেয়, দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত সভা করতে পারবে আইএসএফ। তবে সেখানে ১ হাজার জনের বেশি সমর্থক নয় বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।
এদিন আদালতে এজি কিশোর দত্ত বলেন, ‘এই ধরণের অনুষ্ঠান সবসময় কয়েকটি জায়গায় হয়ে থাকে। এই জায়গাটি ব্যতিক্রম। শুধু একটি সভা হয় এখানে। ইন্ডোর স্টেডিয়ামে হতে পারে সভা। যে কেউ এসে যদি বলে হাইকোর্টের সামনে আন্দোলন করব সেটা কি অনুমতি দেওয়া যায়? ২১ জুলাই-এর আলাদা ইতিহাস আছে। সেখানে গুলিতে মারা যান অনেকে। তাই শুধু বছরে একটি সভা করতে দেওয়া হয়।’
আদালত জানতে চায়, ‘যারা আবেদন করেছে তারা কি যে কেউ? তারা রেকগনাইজ রাজনৈতিক দল। ওই জায়গায় রাজ্যের সমস্যা থাকলে কেউই সভা করতে পারবে না। সে যে কোনও রাজনৈতিক মামলাই হোক না কেন।’
বিচারপতি মন্তব্য করেন, ‘৫ হাজার জনকে রামলীলা ময়দানের বদলে ১ হাজার জনকে ভিক্টোরিয়ায় সভা করতে দেওয়া ভাল’। অন্যদিকে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘এটা রাজ্যের আবেদন। তৃণমূল কংগ্রেসের আবেদন হলে বোঝা যেত তাদের আবেগ আছে এই জায়গায়।’
গত বছর ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাদিবসে রানি রাসমণি রোডে আইএসএফের সভা ছিল। সেই সভাকে কেন্দ্র করে তুলকালাম বাধে শহরে। এই ঘটনার জের গড়ায় বহুদূর। এরইমধ্যে এবছর ২১ জানুয়ারির অনুষ্ঠান ২১ জুলাইয়ের অনুষ্ঠানস্থলে করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় আইএসএফ। কিন্তু পুলিশি অনুমোদন না পাওয়ায় আদালতে যায় তারা। গতবারের ঝামেলার যুক্তিকে সামনে রেখেই পুলিশ অনুমতি দিতে চায়নি বলে গতকালই আদালতে জানানো হয়। আজ ফের এই মামলার শুনানি ছিল। সেখানেই শর্তসাপেক্ষে সভার অনুমতি দেয় আদালত।