Calcutta High Court: বিনীত গোয়েলের হয়ে সওয়াল করার জন্য রাজ্যের কোনও আইনজীবী নেই? প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চের

RG Kar: আরজি কর ইস্যুতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠল হাইকোর্টে। প্রধান বিচারপতি এদিন মন্তব্য করেন, 'আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে পড়লাম।

Calcutta High Court: বিনীত গোয়েলের হয়ে সওয়াল করার জন্য রাজ্যের কোনও আইনজীবী নেই? প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চের
কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 2:25 PM

কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে মামলার শুনানিতে হাজির নেই রাজ্যের কোনও আইনজীবী। এই ঘটনায় বিরক্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। প্রধান বিচারপতির মন্তব্য, ‘আরজি করের মামলার শুনানিতে সরকারি আইনজীবী আরজি করের প্রাক্তন অধ্যক্ষের হয়ে সওয়াল করতে পারেন। আর এখন কোনও আইনজীবী নেই?‘ ১৮ সেপ্টেম্বর সরকারের তরফে কোনও আইনজীবী যেন উপস্থিত থাকেন, মন্তব্য প্রধান বিচারপতির।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

আরজি কর ইস্যুতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠল হাইকোর্টে। প্রধান বিচারপতি এদিন মন্তব্য করেন, ‘আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে পড়লাম। ওনার জন্য প্যানেলভুক্ত আইনজীবী সওয়াল করেন। তাঁকে আমরা পরামর্শ দিই, আপনার মক্কেলকে ছুটিতে পাঠান। অথচ এই মামলাটিতে রাজ্যের আইনজীবী কেউ নেই? রাজ্যের আইনজীবী নোটিস দেওয়ার দায়িত্ব নেবেন।’ আগামী ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শুনবে আদালত।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ রয়েছে, নির্যাতিতার নাম কোনওভাবেই প্রকাশ্যে আনা যায় না। অথচ কলকাতার নগরপাল বিনীত গোয়েল সংবাদমাধ্যমে নির্যাতিতার নাম উল্লেখ করেছেন বলে অভিযোগ তোলেন মামলাকারী তথা আইনজীবী অমৃতা পাণ্ডে। বুধবার সিপির পদত্যাগের দাবি তুলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানান তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল।