HC: ‘রাজ্যের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ প্রয়োজন’, হাইকোর্টে আবারও প্রশ্নের মুখে রাজ্য
HC: ২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র খুন হন। ২০ অগস্ট শ্রীকান্ত পাত্রকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। অভিযোগ, একাধিকবার নিহতের পরিবারকে হুমকিও দেওয়া হয়।
কলকাতা: আদালতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। খুনের অভিযোগে এফআইআর দায়ের হয়নি শুনে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তাঁর প্রশ্ন, ‘খুনের অভিযোগে ধর্তব্য যোগ্য অপরাধ খুঁজে পেলেন না?’ বিচারপতি মন্তব্য করেন, ‘রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন।’ মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে।
২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র খুন হন। ২০ অগস্ট শ্রীকান্ত পাত্রকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। অভিযোগ, একাধিকবার নিহতের পরিবারকে হুমকিও দেওয়া হয়। অথচ এ নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ পাল্টা নিহতের পরিবারকেই চাপ দেয় বলে দাবি।
আদালতের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ করে, খুনের ঘটনার পরদিন পুলিশ এসেছিল বাড়িতে। একটি সাদা কাগজে সই করিয়ে নিতে চেয়েছিল তারা। তাতে লেখা ছিল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শ্রীকান্তের। এমনকী থানা খুনের অভিযোগ নিতে অস্বীকারও করে বলে অভিযোগ।
পরিবারের দাবি, ২০২১ সালের ২৬ অগস্ট আইসি, এসডিপিও, এসপি ও সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। অথচ কোনও পদক্ষেপই করা হয়নি। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলেও নিহতের পরিবারের দাবি। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছেন এসডিপিও। আজ শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি ছিল।