HC: রাজ্যকে ৫০০০০ টাকা জরিমানার হুঁশিয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

Calcutta High Court: শুনানি চলাকালীন রাজ্যের প্রতি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের মন্তব্য, সব কিছুতে রাজনীতির রং না দেওয়াই ভাল। এটা পিপলস ওয়েল ফেয়ার স্কিম। প্রধান বিচারপতি আরও বলেন, এই ক্ষেত্রে রাজ্যের ব্যবহার ডিজিটাল ইন্ডিয়ার বিরোধিতা করার মতো।

HC: রাজ্যকে ৫০০০০ টাকা জরিমানার হুঁশিয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
প্রধান বিচারপতি শিবজ্ঞানম।Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Nov 28, 2023 | 5:18 PM

কলকাতা: কেন্দ্রের প্রকল্প বন্ধ করে রাজ্যের নামে প্রকল্প চালানোর অভিযোগ তুলে মামলা দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার কেন্দ্রের সেই ‘কমন সার্ভিস সেন্টার’ সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যকে ৫০০০০ টাকা জরিমানার হুঁশিয়ারি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ১২ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে রাজ্য। নাহলে জরিমানার সেই টাকা দিতে হবে বলে নির্দেশ আদালতের। এদিন হাইকোর্টে রাজ্যের তরফ থেকে হলফনামা জমা দেওয়ার জন্য আরও সময় চাওয়া হলে এই কথা জানায় ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ ডিসেম্বর।

শুনানি চলাকালীন রাজ্যের প্রতি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের মন্তব্য, সব কিছুতে রাজনীতির রং না দেওয়াই ভাল। এটা পিপলস ওয়েল ফেয়ার স্কিম। প্রধান বিচারপতি আরও বলেন, এই ক্ষেত্রে রাজ্যের ব্যবহার ডিজিটাল ইন্ডিয়ার বিরোধিতা করার মতো।

সুকান্ত মজুমদারের অভিযোগ, কেন্দ্রের নানা প্রকল্পের সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করতে কেন্দ্রেরই তৈরি করা কমন সার্ভিস সেন্টার বা সিএসসি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এ নিয়েই দায়ের হয় মামলা। প্রায় ৪০,০০০ কমন সার্ভিস সেন্টার রাজ্য নোটিফিকেশন দিয়ে বন্ধ করে বাংলা সহায়তা কেন্দ্রে পরিণত করেছে বলেও অভিযোগ ওঠে। এতে বহু ছেলে মেয়ে কাজের সুযোগ থেকে বঞ্চিতও হন। এদিন তারই শুনানি ছিল।

এদিন আদালতের নির্দেশের পর সুকান্ত মজুমদার বলেন, “বেশ কিছুদিন আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেই মামলায় মহামান্য বিচারপতি ১২/১২/২৩ এর মধ্যে হলফনামা জমা দিতে বলেছেন। না দিতে পারলে জরিমানা করবেন। পাশাপশি রাজনৈতিক রং চড়াতে নিষেধ করেছেন প্রধান বিচারপতি। সাধারণ মানুষের জনহিতে প্রকল্প। এর বিরোধিতা করতে না করেছে রাজ্যকে।”