Calcutta High Court: মদন মিত্র-সহ একাধিক অফিসারের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের, কেন?

Calcutta High Court: সিএসটিসি-র কর্মচারীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। যেখানে প্রত্যেক মাসে কর্মচারীদের বেতনের একটা অংশ কেটে রাখা হয়। যাতে অবসরের পর এর সুবিধা পান কর্মচারীরা। কিন্তু, সিএসটিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা অভিযোগ তোলেন, অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না।

Calcutta High Court: মদন মিত্র-সহ একাধিক অফিসারের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের, কেন?
আগামী ৪ জুলাই হাইকোর্টে হাজির হতে নির্দেশ মদন মিত্রদের

| Edited By: সঞ্জয় পাইকার

May 23, 2025 | 9:37 AM

কলকাতা: কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন(CSTC)-র অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা মেটানো হয়নি। এই নিয়ে মামলায় তৃণমূল বিধায়ক তথা সিএসটিসি-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র-সহ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই রুল জারি করেছে। মদন-সহ রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরকে আগামী ৪ জুলাই হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের নির্দেশ সত্ত্বেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য পাওনা কেন মেটানো হয়নি, আদালতে তা জানাতে হবে বলে বিচারপতি নির্দেশ দিয়েছেন। কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, তারও ব্যাখ্যা দিতে হবে মদনদের।

সিএসটিসি-র কর্মচারীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। যেখানে প্রত্যেক মাসে কর্মচারীদের বেতনের একটা অংশ কেটে রাখা হয়। যাতে অবসরের পর এর সুবিধা পান কর্মচারীরা। কিন্তু, সিএসটিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা অভিযোগ তোলেন, অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। গত বছর এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। গত বছরের জুলাইয়ে হাইকোর্ট প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ সত্ত্বেও প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ায় গত বছরের ডিসেম্বরে আদালত অবমাননার মামলা হয়।

এরপর একাধিকবার মামলার শুনানি হয়েছে। গতকাল মামলার শুনানিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানতে চান, কেন এখনও অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মেটানো হয়নি। এরপরই মদন মিত্র-সহ তিনজনের বিরুদ্ধে রুল জারি করেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই। ওইদিন মদন মিত্র এবং দুই আধিকারিককে আদালতে হাজির হয়ে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না। এখন দেখার, হাইকোর্টে ওই তিনজন কী ব্যাখ্যা দেন।