Calcutta High Court: ‘মানুষকে বোকা বানানো আপনাদের কাজ নাকি’, ফের CBI-কে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Sep 20, 2023 | 5:46 PM

Recruitment Scam: সিবিআইয়ের জমা দেওয়া কেস ডায়েরিতে সন্তুষ্ট নন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশের এক বছর পরেও দুর্নীতির মুখোশ খুলতে সিবিআই কোনও পদক্ষেপ করেনি বলেই মনে করছে আদালত। সেই কারণে এবার সিবিআই ডিরেক্টরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Calcutta High Court: মানুষকে বোকা বানানো আপনাদের কাজ নাকি, ফের CBI-কে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিচারপতি গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বুধবারই কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি জমা করেছে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে আজ কেস ডায়েরি জমা পড়ে। আর কেস ডায়েরি জমা পড়তেই আদালতে ফের একবার ভর্ৎসিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের জমা দেওয়া কেস ডায়েরিতে সন্তুষ্ট নন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশের এক বছর পরও দুর্নীতির মুখোশ খুলতে সিবিআই কোনও পদক্ষেপ করেনি বলেই মনে করছে আদালত। সেই কারণে এবার সিবিআই ডিরেক্টরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগামী ৪ অক্টোবর সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদকে আদালতে ভার্চুয়ালি হাজির থাকতেও বলা হয়েছে।

যেভাবে তদন্ত করা প্রয়োজন ছিল, তেমনভাবে হয়নি বলেই মনে করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘মানুষকে বোকা বানানো আপনাদের কাজ নাকি?’ প্রসঙ্গত, এদিন আদালতে সিবিআই-এর কেস ডায়েরি জমা হওয়ার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় পুরোটা খতিয়ে দেখেন। কিন্তু গোটা কেস ডায়েরি দেখেও সন্তুষ্ট নন তিনি। আটটি ফাইল খতিয়ে দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘এর মধ্যে থেকে বিশল্যকরণী খুঁজে নেব।’ বিচারপতি আরও বলেন, ‘কোনও গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়নি। সিবিআই যে বলছে তাঁরা (নাম উঠে আসা ব্যক্তিরা) সহযোগিতা করছেন না, সেই বক্তব্যের সাপেক্ষে কিছু পাইনি। নিয়োগপ্রার্থীদের আরও গভীরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। যখন কাউকে জিজ্ঞাসাবাদ করছেন, তখন সিরিয়াসনেসের এত অভাব কেন?’

উল্লেখ্য, গতকালও কলকাতা হাইকোর্টে একপ্রস্থ ধমক খেয়েছিল সিবিআই। ওএমআর শিট মামলায় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ক্ষুব্ধ বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘আগে লোকে সিবিআইকে ভয় পেত। এখন হাসে।’ গতকালই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, সিবিআই সিটের মাথায় থাকা অশ্বিনী শেনভিকে ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির থাকার জন্য। গতকালই তিনি বলেছিলেন, প্রয়োজনে সিবিআই ডিরেক্টরকেও ডাকতে পারেন তিনি। আর আজই সিবিআইয়ের কেস ডায়েরি দেখে অসন্তুষ্ট বিচারপতি সিবিআই ডিরেক্টরকে ভার্চুয়ালি আদালতে হাজির থাকার জন্য নির্দেশ দিলেন।

Next Article