Calcutta High Court: ‘চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল’, PSC নিয়ে আক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Aug 10, 2023 | 4:23 PM

Justice Abhijit Ganguly: পাবলিক সার্ভিস কমিশনের সেকাল আর একাল দেখে কিছুটা আফশোস বিচারপতির। বললেন, 'এখন পিএসসি-র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল।'

Calcutta High Court: চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল, PSC নিয়ে আক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Follow Us

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগের একটি মামলার বৃহস্পতিবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে। সেই সময়েই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপের সুর শোনা যায় বিচারপতির গলায়। তিনি নিজেও এককালে এই পিএসসি পরীক্ষা দিয়েই সরকারি চাকরি করেছেন। পাবলিক সার্ভিস কমিশনের সেকাল আর একাল দেখে কিছুটা আফশোস বিচারপতির। বললেন, ‘এখন পিএসসি-র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল।’

তিনি যে সময়ে পিএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই সময়ের স্বচ্ছ্বতার কথাও উঠে আসে বিচারপতির গলায়। বললেন, ‘আমিও এক সময় পিএসসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দু’টি সরকারি চাকরি করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। তখন অত্যন্ত স্বচ্ছ্ব ছিল।’ কিন্তু প্রাথমিকের মামলা চলাকালীন হঠাৎ পিএসসি প্রসঙ্গ এল কেন? এদিন প্রাথমিকের মামলার শুনানির সময় শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময়েই কথা প্রসঙ্গে পিএসসি-র কথা উঠে আসে বিচারপতির মুখে।

অতীতের কোনও এক মামলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পিএসসি-তে ২৮ নম্বর থেকে ৮২ নম্বর হয়ে গেল! ভাবা যায়? খারাপ লাগে।’ বিশেষ করে যে পিএসসি পরীক্ষা দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় এককালে সরকারি চাকরি পেয়েছিলেন, সেই পিএসসি-র আজকের এই অবস্থা তিনি যে মন থেকে মেনে নিতে পারছেন না, সেটাই বোঝাতে চাইলেন তিনি। ওই সময়ে পাবলিক সার্ভিস কমিশন যে ভীষণ স্বচ্ছ্বভাবে চলত, সেই কথাও বলেন তিনি।

Next Article