Calcutta High Court: ‘একটা একচালার দোকান ভেঙে বলছেন বেআইনি নির্মাণ ভেঙেছেন?’, রাজ্যের জবাবে ক্ষুব্ধ বিচারপতি

Justice Amrita Sinha: বিচারপতি এদিন স্পষ্টভাবে জানতে চান, ঠিক কতগুলি নির্মাণ ভাঙার অর্ডার দেওয়া হয়েছে, আর কটা ভাঙা হয়েছে, সেটা রাজ্যকে বলতে বলেছেন বিচারপতি। উত্তর রাজ্যের আইনজীবীরা জানান, 'কিছু দোকান পাওয়া গিয়েছে।'

Calcutta High Court: একটা একচালার দোকান ভেঙে বলছেন বেআইনি নির্মাণ ভেঙেছেন?, রাজ্যের জবাবে ক্ষুব্ধ বিচারপতি
বিচারপতি অমৃতা সিনহা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 05, 2025 | 4:51 PM

কলকাতা: কলকাতার জলাজমি আগের অবস্থায় কবে ফেরত কবে পাওয়া যাবে? কলকাতার মানুষ আবার কবে জল দেখবেন? টাইমলাইন দিয়ে রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। কলকাতা শহরে জলাজমি বুজিয়ে নির্মাণ তৈরি করার অভিযোগ নতুন নয়। একাধিক মামলাও হয়েছে আদালতে। মুকুন্দপুরে জলাভূমি সংক্রান্ত একটি মামলায় বিশেষ পর্যবেক্ষণ বিচারপতি সিনহার। বিচারপতির বক্তব্য, যাঁরা এই ধরণের মামলা করছেন, জলাভূমি বাঁচাতে রাজ্যের উচিৎ সেই সব মামলাকারীদের পাশে দাঁড়ানো।

যে জায়গায় ৫৫০টি বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে, সেখানে মাত্র দুটো খুঁজে পেয়েছে রাজ্য। কীভাবে সম্ভব? রাজ্যকে প্রশ্ন করলন বিচারপতি। বিচারপতি এদিন স্পষ্টভাবে জানতে চান, ঠিক কতগুলি নির্মাণ ভাঙার অর্ডার দেওয়া হয়েছে, আর কটা ভাঙা হয়েছে, সেটা রাজ্যকে বলতে বলেছেন বিচারপতি। উত্তর রাজ্যের আইনজীবীরা জানান, ‘কিছু দোকান পাওয়া গিয়েছে।’

এই উত্তর শুনেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। রাজ্যকে বিচারপতি অমৃতা সিনহা বলেন, “একটা একচালার দোকান ভেঙে বলছেন বেআইনি নির্মাণ ভেঙেছেন?” বিচারপতির পর্যবেক্ষণ, ‘আদালত আর কলকাতার মানুষ ওয়েটল্যান্ড ফেরত চান। বার বার এটা হতে পারে না। আদালত আপনাদের সময় দেবে আর আপনারা কাজের অগ্রগতি দেখাতে পারবেন না এটা হবে না। তাহলে আদালত শক্ত হতে বাধ্য হবে।’

ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটির চিফ টেকনিক্যাল অফিসার অগস্টেই এই সংক্রান্ত একটি রিপোর্ট দেন। সেটা দেখেই অত্যন্ত অসন্তুষ্ট আদালত। বেআইনি নির্মাণ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, তারপরেও কোনও উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। যাতে ওই ওয়েটল্যান্ড তার আগের অবস্থায় ফেরত যায়, তার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে।