Calcutta High Court: ‘পুলিশই যদি প্রশিক্ষিত না হয়…’, বিচারপতি ঘোষ বললেন, ‘সমাজের জন্যেই খারাপ বার্তা যাবে’

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 14, 2025 | 12:26 PM

Calcutta High Court: বাগুইহাটি থানা নিয়েও এদিন প্রশ্ন ওঠে হাইকোর্টে। বিচারপতি বলেন, "একটা থানার মধ্যে থেকে তিনটে গাড়ি চুড়ি হয়ে যায় কীভাবে!"

Calcutta High Court: পুলিশই যদি প্রশিক্ষিত না হয়..., বিচারপতি ঘোষ বললেন, সমাজের জন্যেই খারাপ বার্তা যাবে
কলকাতা হাইকোর্ট
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্লোজ করা হল নিউটাউন থানার ওসি-কে। আদালতে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। জমি মাফিয়াদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টের নির্দেশ মেনে নিউ টাউন থানার আইসি-কে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তের জামিন খারিজের জন্য আবেদন করেছে পুলিশ। হাইকোর্টে জানাল রাজ্য। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জমা দেওয়া হয় রিপোর্ট। রিপোর্ট দেখে সন্তুষ্ট আদালত।

আদালতের পর্যবেক্ষণ, বিধাননগরকে যে কমিশনারেট করা হল, তার পিছনে কোনও নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে। না হলে তো ওটা একটা জেলার অংশ। ওই এলাকার বাসিন্দাদের নিশ্চয় কিছু বিশেষত্ব আছে। সেখানে যদি পুলিশ সুশিক্ষিত না হয়, তাহলে তো রাজ্য পুলিশের অন্য অংশের বাহিনীর মতো এখানেও একইভাবে পুলিশ কাজ করবে।

বিচারপতি আরও উল্লেখ করেছেন, নিউ টাউন, রাজারহাট হল সেই গুরুত্বপূর্ণ থানা এলাকা, যেখানে বাইরে থেকে বিনিয়োগকারীরা যান। ফলে সেখানে যদি পুলিশ প্রশিক্ষিত না হয় তাহলে সেটা সমাজের জন্যেই খারাপ বার্তা দেবে বলে মনে করছে আদালত। বাগুইহাটি থানা নিয়েও এদিন প্রশ্ন ওঠে হাইকোর্টে। বিচারপতি বলেন, “একটা থানার মধ্যে থেকে তিনটে গাড়ি চুড়ি হয়ে যায় কীভাবে!” ফলে কমিশনারেটে কর্মরত পুলিশদের পর্যাপ্ত প্রশিক্ষণের কথা বলল হাইকোর্টে। মামলার নিষ্পত্তি হয়ে যায় এদিন।

Next Article