Kamduni Verdict: কামদুনি-রায়ে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য

Kamduni Rape Case: কামদুনিকাণ্ডে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত তিন অভিযুক্তের মধ্যে ২ জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন খালাস পেয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ অভিযুক্তকে খালাসের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Kamduni Verdict: কামদুনি-রায়ে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য
নৃশংস সেই ঘটনার পর এভাবেই পথে নেমেছিল গোটা কামদুনি। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 6:41 PM

কলকাতা: কামদুনিকাণ্ডে নিম্ন আদালত যাদের দোষী সাব্যস্ত করে কঠোরতম শাস্তি দিয়েছিল। শুক্রবার কলকাতা হাইকোর্ট তাদেরই কারও শাস্তি মকুব করেছে, কারও রদ। সূত্রের খবর, কামদুনির আজকের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য। এদিনই তিনজনের ফাঁসির সাজা রদ করা হয়। ২ জন বেকসুর খালাস হয়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য শীর্ষ আদালতে যেতে চলেছে।

কামদুনিকাণ্ডে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত তিন অভিযুক্তের মধ্যে ২ জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন খালাস পেয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ অভিযুক্তকে খালাসের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই রাজ্য স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে চলেছে বলে সূত্রের খবর। মৃত কলেজ পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলেই এই পদক্ষেপ করা হবে।

এই ঘটনার তদন্তভার ছিল সিআইডির হাতে। ফলে সিআইডির হয়ে রাজ্য সরকার এই পিটিশন ফাইল করবে। হাইকোর্টের কোনও রায় বা কোনও আদালতের নির্দেশে রাজ্য খুশি না হলে সেক্ষেত্রে সুপ্রিম-আদালতে এই স্পেশাল লিভ পিটিশন ফাইল করার সুযোগ থাকে। সেটাই এবার রাজ্য সরকার করতে চলেছে বলে সূত্রের খবর। এমনটা হলে কামদুনির মানুষ বা নির্যাতিতার পরিবার আবারও কিছুটা আশার আলো দেখতে পারেন। কারণ, দেশের শীর্ষ আদালত যদি নিম্ন আদালতের রায়ই বহাল রাখে, তাহলে ফাঁসির নির্দেশ কিন্তু আবারও বহালই হবে।