Calcutta High Court: শিক্ষা সংক্রান্ত অ্যাপিল মামলা সরল বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Jan 25, 2024 | 10:43 PM

Calcutta High Court: শিক্ষা সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা এবার শুনবে অন্য ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী, শিক্ষা সংক্রান্ত অ্যাপিল মামলা শুনবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, কোন বেঞ্চে কোন মামলার শুনানি হবে, তা স্থির করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৃহস্পতিবার রাতেই এই বেঞ্চ পরিবর্তন সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে হাইকোর্ট থেকে। 

Calcutta High Court: শিক্ষা সংক্রান্ত অ্যাপিল মামলা সরল বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত অ্যাপিল মামলা। রাতে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে এই বিষয়ে। শিক্ষা সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা এবার শুনবে অন্য ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী, শিক্ষা সংক্রান্ত অ্যাপিল মামলা শুনবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, কোন বেঞ্চে কোন মামলার শুনানি হবে, তা স্থির করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৃহস্পতিবার রাতেই এই বেঞ্চ পরিবর্তন সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে হাইকোর্ট থেকে।

দিনভর এদিন নজরে ছিল কলকাতা হাইকোর্টের ঘটনা পরম্পরা। কার্যত এক নজিরবিহীন সংঘাতের ছবি দেখা গিয়েছে। হাইকোর্টের একজন বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অপর একজন বিচারপতি। মেডিক্যালে ভর্তির বেনিয়ম সংক্রান্ত এক মামলা ঘিরে সংঘাত। সেটিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে যায়। আর এই নিয়েই দিনভর যা ঘটল, তা কার্যত বিরল বলেই মনে করছে আইনজীবী মহল।

এসবের মধ্যেই এবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জের মামলা। শিক্ষা সংক্রান্ত অ্যাপিল মামলা এবার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।

প্রসঙ্গত, আজই হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেই সময়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় এও বলেন, বিচারপতি সেন বড়দিনের ছুটির আগে বিচারপতি সিনহাকে ডেকেছিলেন। সেই সময় কী কথা হয়েছিল, সেই বিষয়ও ভরা এজলাসে উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার দিনভর যে ঘটনাবলি চলল, তারপর রাতেই হাইকোর্টের এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনজীবী মহলের একাংশ।

Next Article