
কলকাতা : রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ গ্রাফ আবার বাড়তে শুরু করায় এবারও ২১ জুলাই ভার্চুয়ালি করার জন্য জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলার রায় জানাল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দিয়েছেন, ২১ জুলাই সভা করতে কোনও সমস্যা নেই। তবে এ ক্ষেত্রেও বেশ কিছু গাইডলাইন বেধে দিয়েছে আদালত। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে ৩০ জুন যে গাইডলাইন তৈরি করা হয়েছে, সেই গাইডলাইন মেনেই বৃহস্পতিবার একুশে জুলাইয়ের সভা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, আগামিকালের জমায়েত থেকে যাতে বেশি সংক্রমণ না ছড়ায়, তার জন্য প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এর পাশাপাশি শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে যাতে সমাবেশ হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।
করোনার সংক্রমণ বাড়তেই পদক্ষেপ করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। নতুন ওই গাইডলাইনে বলা হয়েছিল যাঁরা উপসর্গহীন এবং যাঁদের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে, সঙ্গে প্রিকশন ডোজ় যাঁদের নেওয়া রয়েছে, কেবলমাত্র তাঁরাই কোনও সমাবেশে অংশ নিতে পারবেন। পাশাপাশি ভিড়ের মধ্যে যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের অবশ্যই শারীরিক দূরত্ববিধি পালন করতে হবে। সেই সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। যেসব জায়গায় ভিড় হয়, সেই সব জায়গায় থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে।
এই সব শর্ত মেনে ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশ করা যাবে। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে বিভিন্ন জেলা থেকে আগত দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে অনুরোধ করেছেন সভায় থাকাকালীন মাস্ক পরে থাকার জন্য। যাতে কিছুটা শারীরিক দূরত্ব মেনে চলা যায়, সেই অনুরোধও করেছিলেন তিনি। তবে যে লাখো মানুষের ভিড় হবে ২১ জুলাইয়ের সমাবেশে, সেখানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৩০ জুনের গাইডলাইন কতটা মেনে সভার আয়োজন করাটাই একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।