AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের পুর্নবাসন দিতে হবে রাজ্যকেই, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

ভোট পরবর্তী হিংসায় যদি কেউ ক্ষতিগ্রস্থ হন তাঁদের পুর্নবাসনের ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে।

ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের পুর্নবাসন দিতে হবে রাজ্যকেই, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির
ফাইল ছবি
| Updated on: May 18, 2021 | 5:45 PM
Share

কলকাতা: রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই সংক্রান্ত মামলায় শুনানি চলাকালীন এ দিন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল মন্তব্য করেন, ভোট পরবর্তী হিংসায় যদি কেউ ক্ষতিগ্রস্থ হন তাঁদের পুর্নবাসনের ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে।

সূত্রের খবর, নির্বাচন পরবর্তী হিংসা মামলায় মন্তব্য প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এ দিন বলেন, “কেউ ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে পুর্নবাসন রাজ্যকেই দিতে হবে। রাজ্যের দায়িত্ব এটা।” এ দিন মামলাকারী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল অভিযোগ করেন, শুধু এন্টালি এলাকাতেই ১২৫ জন ঘর ছাড়া। লকডাউনেও তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। রাজ্য জুড়ে প্রচুর মানুষ ঘরছাড়া।

এই প্রসঙ্গেই বিচারপতি উল্লেখ করেন, যারা আক্রান্ত তাদের পুনর্বাসন রাজ্যের দায়িত্ব। তবে ঘর ছাড়াদের পুলিশ কীভাবে বাড়ি পোঁছে দেবে সেই প্রশ্ন তোলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। তাঁর প্রশ্ন, “কী প্রমাণ আছে যে এরা নির্যাতিত এবং পুলিশের সাহায্য নিয়ে লকডাউনে ঘরে ফেরার সুযোগ খুঁজছেন?”

আরও পড়ুন: নারদ মামলায় তৃণমূলের হয়ে আইনি লড়াইয়ে নামছে অভিষেক মনু সিংভি, সঙ্গে থাকছেন কল্যাণ

প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এ দিন রাজ্যের এজিকে প্রশ্ন করেন, মানবাধিকার কমিশন-সহ একাধিক কমিশন বহু অভিযোগ জানিয়েছিল ডিজির কাছে। সেই অভিযোগের সংখ্যা ঠিক কত? কোনও ই-মেলের ব্যবস্থা কি রাজ্য করেছে যেখানে সরাসরি অভিযোগ জানানো যাবে? এর কোনও সদুত্তর আজ দিতে পারেননি এজি। আগামি মঙ্গলবারও মামলার শুনানি থাকবে। সেই দিন এই সংক্রান্ত জবাব দেবে রাজ্য।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের