কলকাতা: সাংবাদিক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের উপর রং-জল দেওয়ার অভিযোগ। যোগেশ চন্দ্র ল কলেজের ক্যাম্পাসে বহিরাগতদের দাপাদাপি নিয়ে এবার জল গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত।
জানা যাচ্ছে, বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করেছে কলেজেরই এক ছাত্র। ক্যাম্পাসে কলেজে নিরাপত্তা, সিসিটিভি রাখতে হবে। বহিরাগত অনুপ্রবেশ আটকাতে হাইকোর্ট নির্দেশ দিক। এই মর্মে মামলা করেছেন তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বহিরাগতরা কলেজের ছাত্রীদের উপর রঙ দিচ্ছে। অথচ পুলিশ কোনও অভিযোগ নিচ্ছে না। আদালতে অভিযোগ মামলাকারীর। মামলার অনুমতি দিয়েছে কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠবে এই মামলা। বৃহস্পতিবার শুনানি।
উল্লেখ্য, আজ যোগেশচন্দ্র ল কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন মালা রায়। বৈঠক শেষ করে তিনি যখন বেরিয়ে যায় সেই সময় একাংশ পড়ুয়া তাঁর গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান। তাঁদের একটাই বক্তব্য, ক্যাম্পাসের ভিতরে ঢুকছে বহিরাগতরা। সাধারণ পড়ুয়াদের জোর করে তাঁরা রং মাখাচ্ছে। এমনকী সেই খবর করতে গিয়ে মহিলা সাংবাদিকদেরও হেনস্থা করা হয়। তাঁদের গায়ে জল ঢেলে দেওয়া হয়। জোর করে রং মাখিয়ে দেওখা হয়।