
কলকাতা: ফের রাজ্যের একটি মামলায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে তদন্তের নির্দেশ। হুগলির তৃণমূলকর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১০ সালে ওই খুনের ঘটনা ঘটেছিল। দীর্ঘদিন ধরে মামলার তদন্ত করেছে সিআইডি। তাতেও কোনও সমাধান সূত্র না বেরোনোয় সিবিআই-কে তদন্তভার দেওয়া হল। আজ, বৃহস্পতিবার সেই মামলা ওঠে এজলাসে।
২০১০ সালে হুগলির প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক-প্রতিনিধি নির্বাচনের সময় চলে গুলি। অভিযোগ ওঠে খোদ ওসি-র বিরুদ্ধে। অভিযোগ ছিল, সিপিএম কর্মীদের সঙ্গে নিয়ে সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে তৃণমূলকর্মী রবিন ঘোষকে খুন করেন জঙ্গিপাড়া থানার তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তী। খুনের পর মামলা হলে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-কে তদন্তভার দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, ১৫ বছরের বেশি সময় কেটে গেলেও সেই খুনের তদন্তে কোনও অগ্রগতি হয়নি। সেই বাম আমলে খুনের ঘটনা ঘটেছিল। তৃণমূল জমানাই ১৫ বছর পার করে ফেলেছে। তারপর তদন্ত শুরু হচ্ছে নতুন করে। সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে তদন্তের সব নথি তুলে দেওয়া হবে। পরিবারের আশা, এবার সেই খুনের তদন্তে কোনও কিণারা হবে।
এর আগে একাধিক মামলায় সিবিআই-কে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি- সব ক্ষেত্রেই সিবিআই তদন্ত করছে।