কলকাতা: সন্তানকে দেখভাল করার জন্য সবেতন ছুটি পান মহিলারা। তবে পুরুষদেরও দেওয়া উচিত সেই ছুটি। এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাদের কোনওভাবে বঞ্চিত করা যাবে না বলেও উল্লেখ করেছে আদালত।
মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারাজীবনে ৭৩০ দিন স্ববেতন ছুটি পান, পুরুষরা সেই ছুটি পান ৩০ দিন। তাই হাইকোর্টের এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারকে অবিলম্বে পুরুষদের জন্য এই ছুটির ব্যবস্থা চালু করে হবে বলে নির্দেশ দিল আদালত।
বিচারপতি সিনহার নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই ব্যাপারে গাইডলাইন তৈরি করতে হবে। সেই অনুযায়ী, ৭৩০ দিন ছুটি পাবেন বাবারা। উল্লেখ্য, এই ক্ষেত্রে সমানাধিকার দিতে কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে আইন বদল করে। কিন্তু এই রাজ্যে এখনও পুরুষরা বঞ্চিত বলে অভিযোগ। সে কথা উল্লেখ করেই মামলা করা হয়।
উত্তর ২৪ পরগনার প্রাথমিক শিক্ষক আবু রাইহান একজন ‘সিঙ্গল পেরেন্ট’। রাজ্যের স্কিমে পুরুষদের জন্য চাইল্ড কেয়ার লিভ না থাকায় আদালতের দ্বারস্থ হন ওই প্রাথমিক শিক্ষক। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সংবিধান নারী ও পুরুষকে সমান অধিকার দিয়েছে,সেখানে এই ভেদাভেদ কেন? তাঁর করা মামলাতেই এই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)