Calcutta High Court: মেডিক্যালের ভর্তি নিয়ে বিপত্তি চরমে, পুনরায় তালিকা প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: ২০২৪ সালে মেডিক্যালে ভর্তির পরীক্ষায় মামনি সাউ সহ মামলাকারীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে কাউন্সেলিং-এর জন্য তালিকাভুক্ত হলেও তাঁদের কাউন্সেলিং-এ ডাকা হয়নি। কেন ডাকা হয়নি, তা নিয়ে প্রশ্ন ওঠে।

Calcutta High Court: মেডিক্যালের ভর্তি নিয়ে বিপত্তি চরমে, পুনরায় তালিকা প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 21, 2025 | 9:24 PM

কলকাতা: সফল পরীক্ষার্থীদের তালিকা পুনরায় প্রকাশ করতে হবে। মেডিক্যালের ভর্তি নিয়ে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ২০১০ সালের পর থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। তারপরই বিভ্রান্তি বাড়ে। দীর্ঘদিন কাউন্সিলিং-এ ডাক না পেয়ে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। সেই মামলায় বুধবার বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, নতুন করে তালিকা প্রকাশ করতে হবে।

জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিক্যাল অ্যান্ড অ্যালিড সায়েন্স (Joint Entrance Test For Medical & Allied Science Post Graduate Course’2024)-এর ভর্তির জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং একমাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

ওবিসি তালিকাভুক্ত ৬৬ টি সম্প্রদায়কেই এই তালিকায় রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য ৭ শতাংশ সংরক্ষণ নীতি মানতে হবে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ ওবিসি সংক্রান্ত যে রায় দিয়েছিল, সেটা মেনেই করতে হবে কাউন্সেলিং। নির্দেশ আদালতের।

২০২৪ সালে মেডিক্যালে ভর্তির পরীক্ষায় মামনি সাউ সহ মামলাকারীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে কাউন্সেলিং-এর জন্য তালিকাভুক্ত হলেও তাঁদের কাউন্সেলিং-এ ডাকা হয়নি। কেন ডাকা হয়নি, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরই মধ্যে ২০২৫ সালের ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপরই হয় এই মামলা।

আদালতের নির্দেশে বুধবার হাজিরা দেন রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টর। এরপরই অবিলম্বে কাউন্সেলিং করার নির্দেশ দেয় হাইকোর্ট।