Calcutta High Court: ‘প্রাথমিক তদন্ত হয়েছে কি?’ শুল্ক অফিসারকে মারধরের ঘটনায় প্রশ্ন বিচারপতি শুভ্রা ঘোষের

Kolkata: গত ২৬ অক্টোবর শনিবার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন শুল্ক অফিসার। রাস্তায় তাঁর গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। তার থেকেই শুরু হয় বচসা। আর তারপর জল গড়ায় বাড়ি পর্যন্ত। অভিযোগ, রাতের বেলা অভিযোগ অভিযুক্ত অটোচালক ৫৩ জনকে নিয়ে দল বেধে ঢুকে পড়েন ওই অফিসারের বাড়িতে।

Calcutta High Court: প্রাথমিক তদন্ত হয়েছে কি? শুল্ক অফিসারকে মারধরের ঘটনায় প্রশ্ন বিচারপতি শুভ্রা ঘোষের
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 07, 2025 | 5:19 PM

কলকাতা: সোনারপুরে শুল্ক অফিসারকে মারধরের অভিযোগ অটো চালকের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে বেধড়ক মারধর শুল্ক অফিসার ও তাঁর পরিবারের সদস্যদের। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন চারজন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা যায় কলকাতা হাইকোর্টে। সিট গঠনেরও আর্জি জানান তিনি। সেই মামলারই শুনানি ছিল আজ অর্থাৎ শুক্রবার। শুল্ক অফিসারকে মারধরের ঘটনায় অসন্তুষ্ট বিচারপতি শুভ্রা ঘোষ।

এ দিন আদালতে বিচারপতির প্রশ্ন, “এই ঘটনায় প্রাথমিক অনুসন্ধান কি করেছিলেন?” রাজ্যকে রিপোর্ট পেশেরও নির্দেশ দেন বিচারপতি ঘোষ। এখানে উল্লেখ্য,মারধরের ঘটনায় অটো চালকের নাম জড়ানোর পরই অভিযুক্ত ব্যক্তি পাল্টা শুল্ক অফিসারের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন। তাঁর দাবি, ওই অফিসার অটো চালকের মায়ের শ্লীলতাহানি করেছেন। এ দিন আদালতে ওঠে এই প্রসঙ্গও। শুল্ক অফিসারের আইনজীবী সওয়াল করেন, যে অভিযোগ করল সে অটোয় থাকার পরেও কীভাবে ওই অফিসারের বাবার নাম ইত্যাদি জানল? তদন্তকারী অফিসারের আচরণ সন্দেহজনক। সুপিরিয়র কাউকে দিয়ে তদন্ত হোক।

কোর্টে রাজ্য জানায়, এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তখনই বিচারপতি শুভ্রা ঘোষের মন্তব্য, যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁদের হয়ত সাত বছরের নীচে সাজা হবে। কিন্তু প্রাথমিক তদন্ত কি হয়েছে? এরপর বিচারপতি এই মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ দেন। আগামী ১৪ নভেম্বর পরবর্তী শুনানি।

গত ২৬ অক্টোবর শনিবার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন শুল্ক অফিসার। রাস্তায় তাঁর গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। তার থেকেই শুরু হয় বচসা। আর তারপর জল গড়ায় বাড়ি পর্যন্ত। অভিযোগ, রাতের বেলা অভিযোগ অভিযুক্ত অটোচালক ৫৩ জনকে নিয়ে দল বেধে ঢুকে পড়েন ওই অফিসারের বাড়িতে। তারপর বাড়ির কোলাপসিবল গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়েন। এরপর দল বেঁধে হামলা চালায়। ফাটিয়ে দেওয়া হয় মাথা। আহত অফিসারের দাবি, পুলিশকে ফোন করেও মেলেনি সাহায্য। বারবার ফোন করে তিনি জানিয়েছেন যে দুষ্কৃতীরা ঘরে হামলা করছে। তারপরও তাঁরা আসেননি। এই ঘটনায় চারজন গ্রেফতার হয়। পরবর্তীতে দেখা যায় ওই শুল্ক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অটোচালকের মা।