Calcutta High Court: ‘আমি দেখতে চাই, কার হাত আছে… রাজ্য নিজেই নিজের সম্মান হারাচ্ছে!’ রীতিমতো ভর্ৎসনা বিচারপতি ঘোষের

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন শুনানি চলাকালীন বলেন, "জানেন, এই অফিসার যখন বাগুইআটি থানায় ছিলেন, তখন দুই শিশু নিখোঁজ হয়ে যায়। দু'দিন পরে দেহ উদ্ধার হয়। এই অফিসার কিছুই করেননি বলে অভিযোগ ওঠে।

Calcutta High Court: 'আমি দেখতে চাই, কার হাত আছে... রাজ্য নিজেই নিজের সম্মান হারাচ্ছে!' রীতিমতো ভর্ৎসনা বিচারপতি ঘোষের
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 7:20 PM

কলকাতা: নিউটাউন থানার আইসি-কে নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। অবিলম্বে এই আইসি-কে সরানো হোক। সরাসরি নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি বলেন, ‘না সরানো হলে আমি পদক্ষেপ করব। আমি দেখতে চাই, এই পুলিশ অফিসারের পিছনে কার হাত আছে।’

নিউটাউন এলাকায় প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলায় অফিসারের বিরুদ্ধে কড়া মন্তব্য বিচারপতির।

নিউটাউনের মতো জায়গা, যেখানে দেশ-বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে। বিনিয়োগকারীদের আনার চেষ্টা চলছে, তথ্য প্রযুক্তি হাবকে আরও মজবুত করার চেষ্টা চলছে, সেখানে এই ধরনের পুলিশ অফিসার কেন দায়িত্বে আছেন? সেই প্রশ্নও তোলেন বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘রাজ্য কি নিজেই নিজের সম্মানহানি করতে চাইছে?’

এখানেই শেষ নয়, এই পুলিশ অফিসারের আগের রেকর্ড সম্পর্কেও মন্তব্য করেন বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন শুনানি চলাকালীন বলেন, “জানেন, এই অফিসার যখন বাগুইআটি থানায় ছিলেন, তখন দুই শিশু নিখোঁজ হয়ে যায়। দু’দিন পরে দেহ উদ্ধার হয়। এই অফিসার কিছুই করেননি বলে অভিযোগ ওঠে। তিনটি গাড়ি একদিনে চুরির অভিযোগেও একইভাবে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল।”

রাজ্য জানিয়েছে পুলিশ কমিশনার নিজে ডেকে এই আইসি-কে সতর্ক করেছে। এতদিন পরে শুধু সতর্ক করা হল! এ কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। এই অফিসারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে রাজ্য, তা জানাতে হবে পরবর্তী শুনানিতে। আগামী ১০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।