ED-Saigal Hossain: হাইকোর্টে ধাক্কা ED-র, সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি খারিজ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 11, 2022 | 11:46 PM

Cow Smuggling Case: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার আর্জি খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে।

কলকাতা: আদালতে বড় ধাক্কা ইডির। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার আর্জি খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টে, তবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মঙ্গলবার এই আবেদন খারিজ করে দেন। সঠিক প্রোডাকশন ওয়ারেন্ট না থাকলে দিল্লিতে নিয়ে যাওয়ার আর্জিতে সম্মতি নয়। কেন দিল্লি কোর্টের বদলে সায়গলকে নিয়ে যাওয়ার জন্য কলকাতায় আবেদন করা হল? তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দিল্লির কোর্ট এবিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নিতে পারে। যাবতীয় তদন্তের গতিপ্রকৃতি দেখে দিল্লিতে পিএমএলএ আদালত দিল্লি প্রোডাকশন ওয়ারেন্ট দিতে পারবে বলে জানিয়েছে হাইকোর্ট।

এদিন কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আসানসোল আদালতের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না। তবে দিল্লির হাইকোর্টে আবেদন জানানোর পথ খোলা থাকছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জন্য। কলকাতা হাইকোর্টে কেন এই আবেদনের আর্জি, তা নিয়েও এদিন বিস্ময় প্রকাশ করে আদালত।

উল্লেখ্য, এদিন শুনানি শুরুর প্রথম থেকেই ধাক্কা খেতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কেন বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করা হল, তা নিয়ে শুরুতেই প্রশ্ন তুলেছিল আদালত। প্রসঙ্গত, এর আগে দুই বার দিল্লি আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট দেখিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল ইডি। তবে সেই সময়ও দিল্লির নিম্ন আদালত ইডির আবেদন খারিজ করে দিয়েছিল। এমন পরিস্থিতিতে দিল্লিতে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ না করে, কেন কলকাতায় আবেদন করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি।

এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সঠিক প্রোডাকশন ওয়ারেন্ট না থাকলে দিল্লি নিয়ে যাওয়ায় সম্মতি দেওয়া হবে না। অর্থাৎ, আপাতত সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে রাজ্যে সায়গলকে জেরা করার পথ খোলা থাকছে ইডির জন্য। ইডির আধিকারিকদের দাবি, গরু পাচার কাণ্ডের তদন্তে সায়গলকে জেরা করে আরও নতুন তথ্য পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে তারা সায়গলকে জেরা করতেই পারে, তবে দিল্লিতে নয়, এই রাজ্যেই জেরা করতে হবে সায়গলকে।

Published on: Oct 11, 2022 04:51 PM