Calcutta High Court: সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, হাইকোর্টে মামলা

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 27, 2024 | 11:53 AM

Calcutta High Court: এদিন মামলাকারীদের তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "শাসক দলের নেতা মন্ত্রীদের যেতে দিচ্ছে পুলিশ, কিন্তু বাকিদের আটকানো হচ্ছে।" বিচারপতি কৌশিক চন্দ তাতে বলেন, "সেটাই তো স্বাভাবিক যে শাসক দলের নেতাদের আটকানো হবে না। আপনার দল ক্ষমতায় এলে তারাও সেটাই করবে। "

Calcutta High Court: সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, হাইকোর্টে মামলা
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছিলেন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। গ্রেফতার করা হয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেও। এবার এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মামলা দায়ের করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ।
এদিন মামলাকারীদের তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “শাসক দলের নেতা মন্ত্রীদের যেতে দিচ্ছে পুলিশ, কিন্তু বাকিদের আটকানো হচ্ছে।” বিচারপতি কৌশিক চন্দ তাতে বলেন, “সেটাই তো স্বাভাবিক যে শাসক দলের নেতাদের আটকানো হবে না। আপনার দল ক্ষমতায় এলে তারাও সেটাই করবে। ”

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে গত রবিবার সন্দেশখালি গিয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু পথেই আটকে দেয় পুলিশ। দলে ছিলেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি থেকে শুরু করে প্রাক্তন IPS অফিসার, আইনজীবী-সহ ৬ সদস্য। সেদিন ধামাখালি হয়ে সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়ায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের যাওয়ার কথা ছিল।

কিন্তু পুলিশ তাঁদের মাঝ রাস্তাতেই আটকে দেয়। পুলিশের সঙ্গে বাগ বিতণ্ডা শুরু হয়।  বাসন্তী হাইওয়েতে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। গ্রেফতার হন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।  সেই ঘটনার প্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের।

Next Article