Calcutta High Court: বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে মামলা সরাতে চেয়ে আবেদন রাজ্যের

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 13, 2025 | 1:36 PM

Calcutta High Court: প্রথম থেকেই এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মামলায় স্কুল শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়।  সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নাম ছিল।

Calcutta High Court: বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে মামলা সরাতে চেয়ে আবেদন রাজ্যের
বিচারপতি বিশ্বজিৎ বসু
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘর থেকে সরিয়ে নেওয়া হোক। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে আবেদন করল রাজ্য। এর আগে বিচারপতি নিজে এই মামলা থেকে সরলেও প্রধান বিচারপতি ফের তাঁকেই মামলা শোনার নির্দেশ দেন। এবার রাজ্য মামলা সরানোর আবেদন করে। এই মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ছাত্র নেতা ত্রিণাঙ্কুর-সহ কয়েকজনের নামে এফআইআর দায়ের হয়। কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই প্রশ্ন নিয়ে রাজ্যকে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়।

উল্লেখ্য, প্রথম থেকেই এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মামলায় স্কুল শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়।  সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নাম ছিল।

আর সেই FIR এর ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI কে অনুসন্ধান করে দেখার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চ। শেষবারের শুনানিতে বিচারপতি বসু এই মামলার তদন্ত কত দূর এগিয়েছে, তা জানার জন্য বিস্তারিত জবাব চায় কলকাতা হাইকোর্ট। এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি চলাকালীন আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। রাজ্য সরকারের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি। এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে মামলা সরাতে চেয়ে আবেদন রাজ্যের।

Next Article