Calcutta High Court Suvendu Adhikari: শুভেন্দুকে মোথাবাড়ি যেতে শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

Calcutta High Court Suvendu Adhikari: আদালত এটাও বলে দিয়েছে, কটা কনভয় যাবে, তা প্রসাশনকে জানাতে হবে। পুলিশ সুপার গোটা পরিস্থিতির ওপর নজর রাখবেন বলে আদালতের নির্দেশ। মোথাবাড়িতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছেন বিচারপতি।

Calcutta High Court Suvendu Adhikari: শুভেন্দুকে মোথাবাড়ি যেতে শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের
বিজেপির মিছিল নিয়ে অনুমতি দিল কোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 08, 2025 | 3:08 PM

কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার আদালত স্পষ্ট করে দিয়েছে,  মোথাবাড়ি থানার অধীনে এলাকা পরিদর্শনে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। প্রস্তাবিত চার জায়গায় যেতে পারবেন। ১১ এপ্রিল ১০-৩ টের মধ্যে যেতে পারবেন। সঙ্গে নিরাপত্তারক্ষীও থাকবে।

আদালত এটাও বলে দিয়েছে, কটা কনভয় যাবে, তা প্রসাশনকে জানাতে হবে। পুলিশ সুপার গোটা পরিস্থিতির ওপর নজর রাখবেন বলে আদালতের নির্দেশ। মোথাবাড়িতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। আদালতের নির্দেশ, পরিস্থিতি কোনওভাবে সমস্যাজনক হলে, ফোর্স পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে কোনও মিছিল করা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি ১৭ এপ্রিল। সেদিন আদালতে গোটা বিষয়টি রিপোর্ট দিয়ে জানাতে হবে।

সপ্তাহ খানেক আগে থেকে অশান্ত হয়ে ওঠে মালদহের মোথাবাড়ি। অশান্তি চরমে ওঠে। দোকান এবং গাড়িতে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। পাল্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ছটি মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত।   এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

গত শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ঘটনাটি স্পর্শকাতর, রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা। বিচারপতিরা এও বলেন যে,  এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু এদিনের শুনানিতে কেন্দ্রের তরফে এএসজি সওয়াল করেন, পরিস্থিতি এমন, চাইলে মোথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে।