Calcutta High Court: হাইকোর্টেও উঠল ‘We want Justice’ স্লোগান, বার কাউন্সিলের চেয়ারম্যান-সহ সদস্যরা

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 19, 2024 | 4:33 PM

Calcutta High Court: চেয়ারম্যানের চেম্বারেও আওয়াজ ওঠে  'We want justice'।  রাজ্য বার কাউন্সিলের দাবি, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এক মামলার জেরে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে 'বার কাউন্সিল অফ ইন্ডিয়া'কে কিছু তথ্য জানাতে হবে কোর্টে।

Calcutta High Court: হাইকোর্টেও উঠল We want Justice স্লোগান, বার কাউন্সিলের চেয়ারম্যান-সহ সদস্যরা
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  হাইকোর্টেও ‘We want Justice’ স্লোগান।  সদ্য আইন পাশ করা শহরের বেশ কয়েকটি কলেজের স্নাতকরা রাজ্যে বার কাউন্সিলের চেয়ারম্যান-সহ সদস্যদের ঘেরাও করেন।  অভিযোগ, তাঁরা আইন পাশ করে গেলেও গত কয়েক মাস ধরে বার কাউন্সিল তাঁদের রেজিস্ট্রেশন দিচ্ছে না।  ফলে তাঁরা যেমন পেশায় নামতে পারছেন না, তেমনই তাদের সিনিয়রিটি পিছিয়ে যাচ্ছে। বার কাউন্সিল রেজিস্ট্রেশন বন্ধ করে রাখার সঙ্গে আরও বেশি টাকার দাবি করছে বলেও অভিযোগ। বিকেল পর্যন্ত চেয়ারম্যান অশোক দেব, সদস্য আনসার মণ্ডলদের ঘেরাও করে বিক্ষোভ চলে।

চেয়ারম্যানের চেম্বারেও আওয়াজ ওঠে  ‘We want justice’।  রাজ্য বার কাউন্সিলের দাবি, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এক মামলার জেরে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’কে কিছু তথ্য জানাতে হবে কোর্টে। তাই আপাতত সব রাজ্যে বার কাউন্সিলকে নতুন এনরোলমেন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সদ্য যাঁরা আইন পাস করেছেন, তাঁরা নথি দিয়ে পেশ করে দেখান, দিল্লি, উত্তর প্রদেশের মতো রাজ্যে বার কাউন্সিল রেজিস্ট্রেশন চালু রেখেছে। তাহলে এখানে কেন সমস্যা হচ্ছে? সেই দাবি তুলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

এই খবরটিও পড়ুন

Next Article