
কলকাতা: সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট। তিন বিচারপতির স্পেশ্যাল বেঞ্চ। বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্যায়, সব্যসাচী ভট্টাচার্য, রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হবে। তবে আজ এই বেঞ্চ বসবে কি না তাই নিয়ে সন্ধীহান আইনজীবীরা। কারণ মঙ্গলবারই এই নতুন বেঞ্চের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার হাইকোর্ট চত্বরেই বিক্ষোভের মুখে পড়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম। তাঁদের বিরুদ্ধে স্লোগানও ওঠে। সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলায় দ্রুত রায় দেওয়া হচ্ছে না কেন এই প্রশ্ন তুলে বিচারপতিদের বিরুদ্ধেও ওঠে স্লোগান। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্য়ায়কেও ঘেরারও করা হয় বলে অভিযোগ। অভিযোগ, আইনজীবীদের লক্ষ্য করে বোতল ছোড়ার চেষ্টা চলে, উন্মত্ত আচরণের পাশাপাশি গালিগালাজও করা হয়। এবার সেই ঘটনার জল গড়াল হাইকোর্টে।
তার আগে সোমবার বার সদস্যরা আইনজীবীদের হেনস্থার ঘটনায় আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আর্জি করেন। সেই মামলা গ্রহণ করেন প্রধান বিচারপতি।