
কলকাতা: মহেশতলায় অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গোটা মামলা NIA-এর হাতে হস্তান্তরের দাবি জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সেন।
দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগরের আক্রা সন্তোষপুর এলাকা। বুধবার সকাল থেকেই শুরু হয় সংঘর্ষ। দুপুরের পর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক, ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি। রক্তাক্ত হন এক পুলিশকর্মীও। ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশকর্মী।
বিকালের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যার পর এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরব হয়েছেন ওই ঘটনাকে কেন্দ্র করে। সন্ধ্যার পর ডিজি-র সঙ্গে দেখা করতে ভবানীভবন যান শুভেন্দু। কিন্তু ডিজি-র দেখা না পেয়ে ক্ষোভ উগরে দেন তিনি। শাসকদলের পক্ষে কুণাল ঘোষ বলেন, “পুলিশ-প্রশাসন বিষয়টা দেখছে। এই বিষয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করব না।”
এদিকে, বৃহস্পতিবার বিধানসভা অচল করারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। এদিকে, মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “বাংলাকে কখনও গুজরাত হতে দেব না। দুষ্কৃতীরা কিছু করলে, কাউকেই ছাড়া হবে না।”