শিক্ষক-শিক্ষিকারা তো সেই তিমিরেই! ‘উৎসশ্রী’ নিয়ে জবাব চাইল হাইকোর্ট
High Court: ২০২২ সালে কর্মস্থান বদল চেয়ে উৎসশ্রী পোর্টালে আবেদন জানান অপরূপা পাঠক নামে এক শিক্ষিকা। বর্তমানে তিনি নদিয়ার জামশেরপুরে কর্মরত। তিনি বদলি নিয়ে উত্তর ২৪ পরগনায় যেতে চান।
কলকাতা: রাজ্যের ‘উৎসশ্রী’ পোর্টালের বর্তমান অবস্থা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ২১ জানুয়ারির মধ্যে হাইকোর্টকে এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। শিক্ষক-শিক্ষিকাদের ট্রান্সফারের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, সেই কারণেই উৎসশ্রী পোর্টাল তালু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই পোর্টাল চালু হওয়ার পরও নানা অভিযোগ উঠে এসেছে। দিনের পর দিন আবেদন জানিয়েও অনেকে কর্মস্থান বদল করতে পারেননি।
২০২২ সালে কর্মস্থান বদল চেয়ে উৎসশ্রী পোর্টালে আবেদন জানান অপরূপা পাঠক নামে এক শিক্ষিকা। বর্তমানে তিনি নদিয়ার জামশেরপুরে কর্মরত। তিনি বদলি নিয়ে উত্তর ২৪ পরগনায় যেতে চান। ২০২২ সালে আবেদন করার পর আড়াই বছর কেটে গেলেও কোনও সুরাহা হয়নি। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা।
অপরূপার দাবি, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর থেকে তিনি আবেদন করছেন। কিন্তু পোর্টাল সাসপেন্ড করেছে রেখেছে রাজ্য! বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থা কী। তিনি জিজ্ঞাসা করেন, এই পোর্টাল নিয়ে কী ভাবছে রাজ্য? রাজ্যের অবস্থান জানতে পারলে এই মামলার পরবর্তী নির্দেশ দিতে সুবিধা হয় বলে জানায় আদালত। আগামী ২১ জানুয়ারির মধ্যে আদালতকে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে রাজ্যকে।