Calcutta High Court: ‘অসুবিধা কোথায়?’ মঙ্গলে মহেশতলা যাচ্ছেন শুভেন্দু, নির্দেশ আদালতের

Calcutta High Court: রাজ্যের তরফে এজি  বলেন, "যেখানেই কোনও অশান্তির ঘটনা ঘটে, বিরোধী দলনেতা কেন সেখানে যেতে চান? উনি আদালতে এলেন কেন? নিজেই চলে যেতে পারতেন।" বিচারপতির উদ্দেশে এজি বলেন, "আদালতকে রাজনৈতিক কারণে ব্যবহৃত হতে দেবেন না।" রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আসলে পাবলিসিটি পেতে চান বিরোধী দলনেতা।"

Calcutta High Court: অসুবিধা কোথায়? মঙ্গলে মহেশতলা যাচ্ছেন শুভেন্দু, নির্দেশ আদালতের
Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 16, 2025 | 1:21 PM

কলকাতা: শর্ত সাপেক্ষে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও ২ জনকে নেতাকে মহেশতলা যাওয়ার অনুমতি আদালতের। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন।

সোমবার এই মামমার শুনানিতে শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাস আদালতে জানান, এসপি-র কাছে অনুমতি চাওয়া হয়েছে। রবীন্দ্রনগর থানাকেও জানানো হয়েছে। ওই এলাকায় ভারতীয় সংহিতায় ১৬৩ ধারা জারি রয়েছে। সোমবার পর্যন্ত ওই এলাকায় ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি থাকবে বলেও জানিয়েছেন শুভেন্দুর আইনজীবী।

শুভেন্দুর আইনজীবীর কাছ থেকে এই তথ্য জানার পরই বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন, “আজ যদি উঠে যায় তাহলে কীসের অসুবিধা? যদি আদালত অনুমতি দেয়, তাহলে কী আশঙ্কা করছেন?”

রাজ্যের তরফে এজি  বলেন, “যেখানেই কোনও অশান্তির ঘটনা ঘটে, বিরোধী দলনেতা কেন সেখানে যেতে চান? উনি আদালতে এলেন কেন? নিজেই চলে যেতে পারতেন।” বিচারপতির উদ্দেশে এজি বলেন, “আদালতকে রাজনৈতিক কারণে ব্যবহৃত হতে দেবেন না।” রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আসলে পাবলিসিটি পেতে চান বিরোধী দলনেতা।”

তখন বিচারপতি প্রশ্ন করেন, “বিরোধী দলনেতাকে যদি আটকে দেন, তাহলে সাধারণ মানুষের কী হবে?” বিচারপতি নির্দেশ দেন, মঙ্গলবার মহেশতলায় যাবেন শুভেন্দু। তবে কোনও র‍্যালি নয়। সঙ্গে বিতর্কিত মন্তব্যও করা যাবে না।

গত সপ্তাহেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর থানা এলাকা। রবীন্দ্রনগর থানার অদূরে চলে বেপরোয়া ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। ইটে আঘাতে জখম হন মহিলা পুলিশ কর্মীও। সেদিনই বিকালে ডিজি-র সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। দেখা করতে না পেরে ক্ষোভও উগরে দেন। মহেশতলা ইস্যুতে উত্তাল হয়ে ওঠে বিধানসভাও। মুলতুবি প্রস্তাব আনতে চায় বিজেপি। কিন্তু স্পিকার তা খারিজ করে দেওয়া ওয়াকআউট করে বিজেপি। বিজেপি বিধায়করা তুলসিগাছ মাথায় নিয়ে বিক্ষোভও দেখান।