Calcutta High Court: WBJEE-র মেডিক্যাল এলায়েড সায়েন্সের এন্ট্রান্সে কাউন্সিলিংয়ে কেন দেরি? উচ্চ শিক্ষা দফতরের কর্তাকে তলব

Calcutta High Court: ওবিসি জটে আটকে কাউন্সেলিং। নির্দেশ পালন না হওয়ায় হাইকোর্টে বুধবার চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিচারপতি কৌশিক চন্দ চলতি বছরের মে মাসের মধ্য়েই কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরেও কাউন্সিলিং হয়নি।

Calcutta High Court: WBJEE-র মেডিক্যাল এলায়েড সায়েন্সের এন্ট্রান্সে কাউন্সিলিংয়ে কেন দেরি? উচ্চ শিক্ষা দফতরের কর্তাকে তলব
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Image (History/Universal Images)

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 06, 2025 | 1:57 PM

কলকাতা:  ‘জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিক্যাল এলায়েড সায়েন্স’  কোর্সের কাউন্সিলিং কেন আটকে, তা জানতে এবার উচ্চ শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে তাঁকে ভার্চুয়ালি আদালতের উত্তর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওবিসি জটে আটকে কাউন্সেলিং। নির্দেশ পালন না হওয়ায় হাইকোর্টে বুধবার চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিচারপতি কৌশিক চন্দ চলতি বছরের মে মাসের মধ্য়েই কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরেও কাউন্সিলিং হয়নি।

এদিনের শুনানিতে রাজ্য আদালতে জানায়, কাউন্সিলিং করা যায় কিনা, সেটা ভেবে দেখা হবে। এর পরেই বিচারপতি ক্ষুব্ধ হয়ে বলেন, “বারবার নির্দেশের পরেও রাজ্য সেই নির্দেশ কেন মানছে না?”

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, “ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে। শীর্ষ আদালত ওবিসি মামলায় স্থগিতাদেশ দিয়েছে।” তখন বিচারপতি প্রশ্ন করেন, ” কতদিন তারা অপেক্ষা করবেন পরীক্ষার্থীরা ? মেধার সঙ্গে কোন আপস নয়।”

উল্লেখ্য,  ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার কারণে দেরি হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশেও। রাত পোহালেই জয়েন্টের ফল প্রকাশ। সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা জেইই মেন্স, জেইই অ্যাডভান্সড এবং নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু রাজ্যে জয়েন্টের ফল প্রকাশে দেরি হয়। এই নিয়েও কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।