Calcutta High Court: সাক্ষীরা নির্দ্বিধায় সাক্ষ্য দিতে পারছে না, বগটুই মামলা অন্যত্র স্থানান্তরের আবেদন CBI-এর

Calcutta High Court: ২০২২ সালের ২১ মার্চ রাতে রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপ-প্রধান ভাদু শেখকে।

Calcutta High Court: সাক্ষীরা নির্দ্বিধায় সাক্ষ্য দিতে পারছে না, বগটুই মামলা অন্যত্র স্থানান্তরের আবেদন CBI-এর
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 30, 2025 | 2:43 PM

কলকাতা:  বগটুই কাণ্ডের তদন্তে সমস্যার সম্মুখীন সিবিআই। মামলা স্থানান্তরের আবেদন করল সিবিআই। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। আদালতে সিবিআই আবেদন করেছে,  বীরভূমের বাইরে যে কোন আদালতে ট্রায়ালের নির্দেশ দেওয়া হোক। এটাও উল্লেখ করা হয়েছে,  সাক্ষীরা নির্দ্বিধায় সাক্ষ্য দিতে পারছে না। এই মর্মেই সিবিআই-এর তরফে মামলা স্থানান্তর করার আবেদন জানিয়েছে। আগামী সোমবার ৪ আগস্ট শুনানির সম্ভবনা।

২০২২ সালের ২১ মার্চ রাতে রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপ-প্রধান ভাদু শেখকে।

সেই রাতেই ভাদুর অনুগামীরা বগটুইয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। তাতে মৃত্যু হয় ১০ জনের। কলকাতা হাই কোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্তভার পায় সিবিআই। সিবিআই তৎকালীন রামপুরহাট ১ ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেন-সহ ২৩ জনের নামে প্রথম চার্জশিট জমা দেয়।