Calcutta High Court: চিড়িয়াখানার জমিকে এখনই বাণিজ্যিক কারণে ব্য়বহার নয়, টেন্ডার ডাকাতে স্থগিতাদেশ

Calcutta High Court: আলিপুর চিড়িয়াখানার জমি রাজ্য বেআইনিভাবে বেচে দিতে চাইছে, এই অভিযোগ প্রথম তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত জানুয়ারি মাসে রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিল বিজেপি।

Calcutta High Court: চিড়িয়াখানার জমিকে এখনই বাণিজ্যিক কারণে ব্য়বহার নয়, টেন্ডার ডাকাতে স্থগিতাদেশ
কলকাতা হাইকোর্টImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 01, 2025 | 4:27 PM

কলকাতা: চিড়িয়াখানার জমিকে বাণিজ্যিক কাজের জন্য টেন্ডার ডাকার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে র ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২৩ জুলাই যে নোটিস বের করা হয়েছে, সেই অনুযায়ী আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেন্ডার সংক্রান্ত কোনও পদক্ষেপ করা যাবে না।

উল্লেখ্য, আলিপুর চিড়িয়াখানার জমি রাজ্য বেআইনিভাবে বেচে দিতে চাইছে, এই অভিযোগ প্রথম তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত জানুয়ারি মাসে রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিল বিজেপি।

শুভেন্দু অভিযোগ করেছিলেন, ৫০ কাঠা জমি ১ হাজার কোটি টাকায় বিক্রি করার চেষ্টা চলছে। এই মধ্যেই এই বিষয়টি নিয়েই হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। প্রথমে বিচারপতি সৌমে সেনের বেঞ্চে মামলা দায়ের হয়।

সূত্রের খবর, রাস্তার যে পাশে মূল আলিপুর চিড়িয়াখানার যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে, তার অপর দিকে চিড়িয়াখানার একটি অ্যকোয়ারিয়াম,  অডিটোরিয়াম, একটি পশু হাসপাতাল, নার্সারি ও স্টাফ কোয়ার্টার রয়েছে। অডিটোরিয়াম আর স্টাফ কোয়ার্টারের অবস্থা বিপন্ন। সূত্রের খবর, ওই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিয়েছে রাজ্য।

তার মধ্যেই মাস দুয়েক আগে আলিপুর চিড়িয়াখানা থেকে কয়েকশো প্রাণী উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার ওই প্রশ্ন তোলেন। এরপর ‘স্বাধীন’ নামে একটি সংস্থার পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।