Calcutta High Court: ‘উপরতলার হাত না থাকলে এটা হতে পারে না…’, কলকাতা পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: জয়দীপ দাস

Jan 14, 2025 | 4:50 PM

Calcutta High Court: ট্রাম যে রাজ্যের ঐতিহ্য তা এদিন বারবার বলতে শোনা যায় বিচারপতিকে। শুনানিতে তাঁর স্পষ্ট পর্যবেক্ষণ, “ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু, রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে।”

Calcutta High Court: ‘উপরতলার হাত না থাকলে এটা হতে পারে না…’, কলকাতা পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: বন্ধের পথে ট্রাম। বেশ কয়েক মাসে খবরটা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল কলকাতার নাগরিক মহলে। শহরের ঐতিহ্যবাহী এই পরিবহণ মাধ্যম চালু রাখার দাবিতে উঠতে থাকে আওয়াজ। এবার ট্রাম লাইন বুজিয়ে ফেলা বন্ধ করতে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবিলম্বে ট্রাম লাইন বুজিয়ে ফেলা বন্ধ করতে হবে। এই সংক্রান্ত ছবি-সহ রিপোর্ট রাজ্যের তরফে জমা করতে হবে আদালতে।  

ট্রাম যে রাজ্যের ঐতিহ্য তা এদিন বারবার বলতে শোনা যায় বিচারপতিকে। শুনানিতে তাঁর স্পষ্ট পর্যবেক্ষণ, “ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু, রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে। বহু দেশে ট্রাম চলে। কোথাও কোথাও রাস্তার একেবারে মাঝখান দিয়ে। রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন রাজ্যের ট্রাম বাঁচাতে।” এরপরই দেন একগুচ্ছ নির্দেশ। যে জায়গাগুলি থেকে ট্রাম লাইন তুলে ফেলার অভিযোগ উঠেছে সেখানে তদন্ত করতে হবে কলকাতা পুলিশকে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, উপরতলার হাত না থাকলে এইভাবে লাইন বুজিয়ে ফেলা যায় না। 

এদিনই আবার ট্রাম সংরক্ষণে কমিটির রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। তাতেই রাজ্যের তরফে দাবি করা হয়েছে, সমস্যা সমাধানের জন্য নিয়মিত বৈঠক চলছে। একইসঙ্গে এও জানানো হয়েছে ট্রাম লাইন বুজিয়ে ফেলার নির্দেশ রাজ্যের পরিবহণ দফতরের তরফে দেওয়া হয়নি। কিন্তু, তারপরেও ওই কাজ হল কী করে সেটাই ভাবাচ্ছে আদালতকে। 

Next Article