AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছর শেষ বা বর্ষবরণের ভিড়ে রাশ টানতে নির্দেশ হাইকোর্টের

এদিন আদালত জানিয়েছে, সবরকম করোনা বিধি মেনে যাতে মানুষ পথে নামেন সে বিষয়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিশ্চিত করতে হবে।

বছর শেষ বা বর্ষবরণের ভিড়ে রাশ টানতে নির্দেশ হাইকোর্টের
ফাইল চিত্র।
| Updated on: Dec 29, 2020 | 4:13 PM
Share

কলকাতা: বছর শেষের উদযাপন বা বর্ষবরণে কোনওরকম বাড়তি জমায়েত চলবে না। বিষয়টি নজরে রাখতে হবে রাজ্য সরকারকে। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩১ ডিসেম্বর বা ১ জানুয়ারি ঘিরে কোনওভাবেই অতিরিক্ত ভিড় করতে দেওয়া যাবে না। আর সেদিকটা রাজ্যকেই নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: ‘কেন্দ্র কি আর উপাচার্য পায়নি, একটা নিয়ে এসেছে বিজেপি মার্কা মারা’

অজয়কুমার দে নামে এক ব্যক্তি এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এদিন তারই রায় হিসাবে এই নির্দেশ দিয়েছে আদালত। এর আগে দুর্গাপুজোর সময়ও বারোয়ারি পুজো বন্ধের দাবি নিয়ে আদালতের দরজায় পৌঁছে গিয়েছিলেন অজয়বাবু।

এদিন আদালত জানিয়েছে, সবরকম করোনা বিধি মেনে যাতে মানুষ পথে নামেন সে বিষয়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিশ্চিত করতে হবে। উৎসবের মরসুম শেষ হয়ে গিয়েছে। তবে বছর শেষের উদযাপন ঘিরে মানুষের উন্মাদনা ইতিমধ্যেই নজরে আসছে। এদিকে আবার করোনাও নতুন রূপ নিয়ে মাথা চাড়া দিচ্ছে। তাই স্বাস্থ্য়বিধি কোনওভাবেই আলগা হতে দেওয়া যাবে না বলেই মনে করছে আদালত।

আরও পড়ুন: নন্দীগ্রামে আসার পথে শুভেন্দু-অনুগামীদের বাসে হামলা, ‘নিখোঁজ’ বেশ কয়েকজন মহিলা

তাই সরকারের হস্তক্ষেপে সবরকম স্বাস্থ্যবিধি মেনেই চলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর করোনা বিধি যাতে কোনওভাবে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে আলাদা করে ক্লাব বা পার্কের কথার উল্লেখ করা হয়নি। সামগ্রিক ভিড়ের দিকটিই খেয়াল রাখার কথা বলা হয়েছে।