AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নন্দীগ্রামে আসার পথে শুভেন্দু-অনুগামীদের বাসে হামলা, ‘নিখোঁজ’ বেশ কয়েকজন মহিলা

রোড শো শুরুর আগে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে আসার পথে শুভেন্দু-অনুগামীদের বাসে হামলা, 'নিখোঁজ' বেশ কয়েকজন মহিলা
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী।
| Updated on: Dec 29, 2020 | 6:42 PM
Share

পূর্ব মেদিনীপুর: বিজেপিতে যোগদানের পর প্রথমবার নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। স্থানীয় টেঙ্গুয়া মোড় থেকে জানকী মন্দির মিছিল পর্যন্ত মিছিল করছেন তিনি। সুসজ্জিত হুডখোলা গাড়িতে অনুগামীদের সঙ্গে শুভেন্দু। প্রচুর সমর্থকের ভিড় তাঁর এই মিছিল ঘিরে। এদিকে এই মিছিলে আসার পথে শুভেন্দু-অনুগামীদের বাসে হামলার অভিযোগ উঠেছে। কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে বিজেপির দাবি। তাঁদের নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন মঞ্চে উঠে শুভেন্দু এই হামলার তীব্র নিন্দা করে বলেন, কেউ যদি আমাদের দুর্বল মনে করে সেটা ভুল। এর ফল ভুগতে হবে। এ ধরনের ‘জিহাদি আক্রমণ’ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

একইসঙ্গে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু বলে যান, “আগামী ৮ জানুয়ারি আমি আবার নন্দীগ্রামে আসব। চাই সেদিন ১ লক্ষ জমায়েত হোক।” নাম না করে তৃণমূলের বিরুদ্ধে তাঁর তোপ, “ভোটের দিন আমি প্রমাণ করে দেব নন্দীগ্রামের মানুষ আমার সঙ্গে রয়েছেন কি না।” আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পরে তা বাতিল করা হয়। এদিন নাম না করে মমতার বিরুদ্ধেও তীর্যক মন্তব্য শুভেন্দুর, “অনেকে তো আবার সভা করবে বলেও পগার পার। বলেছে পরে করবে। পরে করলে আবার করব।”

আরও পড়ুন: ইস্তফা ডিনের, কাঠগড়ায় ছাত্র বিক্ষোভ

এ দিনের গোলমাল নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পালের দাবি, বেশ কয়েকজন মহিলা বিজেপি সমর্থককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তোলা হলে পাল্টা তৃণমূল রাজ্য যুব সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “তৃণমূল এসবের সঙ্গে কোনওভাবেই যুক্ত নেই। আজ নন্দীগ্রামে বিজেপি একটি হনুমান পুজোর ব্যবস্থা করেছে। এ পুজোর দায়িত্ব কে নেবে তা নিয়ে আদি বিজেপি ও নব্য বিজেপির গোলমালও হয়। সেই গন্ডগোল ঢাকতে বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।”

শুভেন্দুর অনুগামী হিসাবে পরিচিত কনিষ্ক পণ্ডা বলেন, “ভুতোর মোড়ে আমাদের লোকেরা আসছিল। ওদের বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। বলেছে, দাদার মিটিংয়ে যাচ্ছিস। তোদের দেখাচ্ছি। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। যদি প্রশাসন এরকম ঠুঁটো হয়ে থাকে, মানুষের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা নিরাপত্তার ব্যাপারটা হাতে তুলে নেব। এই পাশবিক নির্যাতনের প্রতিবাদ হওয়া দরকার।”

নন্দীগ্রামে শুভেন্দু…

*গত ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। ঠিক ১০ দিনের মাথায় নন্দীগ্রামে পা রাখলেন তিনি।

*প্রথমেই টেঙ্গুয়া মোড়ে বিজেপি কার্যালয়ে যান। সেখানে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন। আগামী ৪ জানুয়ারি বিজেপিতে যোগ দেবেন তাঁরা।

*আমি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। মোদীজী যে মানবকল্যাণের রাস্তা দেখিয়েছেন, হিন্দু ব্রাক্ষ্মণ হিসেবে সেই ভুমিকা পালন করব : শুভেন্দু

* বহুজনঃ সুখায়, বহুজনঃ হিতায়, আমি  এই আদর্শে বিশ্বাসী। বিজেপি সেই আদর্শে বিশ্বাসী : শুভেন্দু

*রাজনৈতিক ভারসাম্য হারিয়েছে তৃণমূল। একুশে পরিবর্তনের পরিবর্তন হবেই: শুভেন্দু

*মানুষকে ভাঁওতা দিয়ে লাভ হবে না: শুভেন্দু

ওম লেখা পতাকা হাতে, খোল করতাল ঢাক ঢোল বাজিয়ে সমর্থকরা।

*শুভেন্দুর মিছিলে আসার সময় বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ। এর মধ্যে মহিলা, শিশুও রয়েছে।

*নন্দীগ্রামে ভুতার মোড়ে বিজেপির গাড়ির উপর হামলা। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। কমপক্ষে ১০ জন আহত। নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

*বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পালের দাবি, বেশ কয়েকজন মহিলা বিজেপি সমর্থককে খুঁজে পাওয়া যাচ্ছে না ।

নন্দীগ্রাম হাসপাতালে আক্রান্ত বিজেপি কর্মীরা।

* দুপুর ১টা নাগাদ স্থানীয় বজরংবলী মন্দিরে পৌঁছন শুভেন্দু অধিকারী।

*নন্দীগ্রাম থানার সামনে ধর্নায় বিজেপি কর্মীরা।