কলকাতা: তুমুল হইচই কলকাতা পুরসভার অন্দরে। বলা চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেখানে। কিন্তু কেন? কী হয়েছে সেখানে? সাপের দেখা মিলেছে কলকাতা পুরসভায় আর তারপরই মাথায় হাত পুরকর্মীদের। তাও আবার সাপটি বেরিয়েছে ডেপুটি মেয়র অতীন ঘোষের কক্ষ থেকে।
জানা গিয়েছে, গতকাল সাপটি নজরে আসে পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের। কাউন্সিলর ক্লাবের বারান্দায় সাপটিকে ঘোরাঘুরি করতে দেখেন কর্মীরা। পিলে চমকে যাওয়ার জোগাড় হয় সকলের। এরপর সেটিকে দেখা যায় ডেপুটি মেয়রের ঘরে। পাওয়া যায় সাপ।ফের কলকাতা পৌর সংস্থায় বেরোলে সাপ।গতকাল ডেপুটি মেয়রের ঘরে পাওয়া যায় সাপ।
সাপের তল্লাশিতে বৃহস্পতিবার সকালে কলকাতা পৌর সংস্থায় বন দফতরের কর্মীরা। সাপের তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরলেন তারা। অনেকক্ষণ তল্লাশি চালিয়ে ও পাওয়া গেল না সাপ। তবে সাপ বিষাক্ত নয় বলে দাবি বন কর্মীদের। ইঁদুরের খোঁজেই ওই সাপটি আসতে পারে বলে অনুমান বন দফতরের কর্মীদের। এ প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ বললেন, পুরসভার অন্দরমহলে কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। বিপদ যে কোনও সময় আসতে পারত। শহরের অন্যতম প্রাচীণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়া সত্ত্বেও কেন এই অবস্থা সেটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ডেপুটি মেয়র।