
কলকাতা: ২৮ অগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আবার সে দিনই শুরু হচ্ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা। কেন সেদিনই পরীক্ষা, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করছে উচ্চ শিক্ষা দফতর। পরীক্ষার দিন বদল করতে বলে এবার চিঠি দিল উচ্চ শিক্ষা দফতর। ইতিমধ্যেই উপাচার্য শান্তা দত্তের কাছে চিঠি পৌঁছেছে উচ্চ শিক্ষা দফতরের তরফে।
সূত্রের খবর, চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, ছাত্রদের তরফ থেকে বহু আবেদন এসেছে। সেদিনই তাঁরা পরীক্ষা দিতে চান না। তাই দিন বদলে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। পরীক্ষার দিন বদলের কথা উচ্চ শিক্ষা দফতর বলতেই পারে। কিন্তু সেক্ষেত্রে বিচার্য কারণটা কী? একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষার দিন বদলের কথা বলা নজিরবিহীন বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।
এ বিষয়ে মুখ খুলেছেন বিরোধীরা। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “দলটা তৈরি হয়েছে ১৯৯৮ সালে। তৃণমূল ছাত্র পরিষদ তারপর তৈরি হয়েছে। ২৮ অগস্ট কোনওভাবেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ওটা তৃণমূল চুরি করেছে। কিন্তু তার জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বদলে যাবে, এটা কি ভূ-ভারতে কোথাও হয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলার সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না।”