Calcutta University: পরীক্ষার তারিখ নিয়ে অনড়, ‘মুখ্যমন্ত্রীর অনুরোধ’ রাখলেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের VC

CU: বস্তুত, ২৮শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা। কেন পরীক্ষা নেওয়া হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এর পরপরই পরীক্ষার দিন বদল করতে বলে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় শিক্ষা দফতর।

Calcutta University: পরীক্ষার তারিখ নিয়ে অনড়, মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখলেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের VC
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 04, 2025 | 6:37 PM

কলকাতা: পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ? ২৮শে অগস্টই হবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অনড় ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। এর আগে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন যেন পরীক্ষা নেওয়া না হয়। তবে নিজের অবস্থানে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সাংবাদিক বৈঠক করে সেই কথায় জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বস্তুত, ২৮শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা। কেন পরীক্ষা নেওয়া হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এর পরপরই পরীক্ষার দিন বদল করতে বলে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় শিক্ষা দফতর। সূত্রের খবর, চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, ছাত্রদের তরফ থেকে বহু আবেদন এসেছে। সেদিনই তাঁরা পরীক্ষা দিতে চান না। তাই দিন বদলে দেওয়ার কথা বলা হয়েছে।

তবে সোমবার জানতে পারা যায় উপাচার্য শান্তা দত্ত পরিষ্কার জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না। আজ ছিল সিন্ডেকেট বৈঠক। সেখানে উচ্চ-শিক্ষাদফতর আর্জি জানায়, পরীক্ষার দিন পরিবর্তনের জন্য। মুখ্যমন্ত্রী দিন বদলের জন্য অনুরোধ করেছেন বলেও জানান তাঁরা। তবে ভারপ্রাপ্ত উপাচার্য নিজের অবস্থান পরিষ্কার জানান।

বৈঠক শেষে শান্তা বলেন, “আজ সিন্ডিকেটে স্পেশাল সেক্রেটারি এসেছিলেন। তিনি এটা উল্লেখও করেছেন যে মুখ্য়মন্ত্রী অনুরোধ করেছেন। আর তাঁর অনুরোধ মানা উচিতও বলেন তাঁরা। তবে হাউস সর্বসম্মতিক্রমে ২৮শে অগস্টের পরীক্ষার তারিখ ওই জায়গাতেই রেখেছে। তিরিশ হাজার ছাত্র ছাত্রী মানসিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাই কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না। তাঁরা পরীক্ষা দেবে। আমরাও ঘোষিত তারিখ একই রেখেছি।”