SIR: আদৌ কি এক ব্যক্তি একাধিক এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারেন? উত্তর দিল কমিশন

Election Commission: সেখানেই প্রশ্ন ওঠে, আদৌ কি একজন ব্যক্তি একাধিক জায়গায় এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারেন? আর সেটা কি অপরাধ হিসাবে গণ্য হবে? এ দিন এই প্রশ্নেরও উত্তর দেয় কমিশন। জাননো হয়, কারও যদি একাধিক জায়গায় নাম থাকে তাহলে বুঝতে হবে তিনি অন্যায় করার জন্যই একাধিক এনুমারেশন ফর্ম ফিলাপ করছেন।  

SIR: আদৌ কি এক ব্যক্তি একাধিক এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারেন? উত্তর দিল কমিশন
নির্বাচন কমিশনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 27, 2025 | 5:46 PM

নয়াদিল্লি: অবশেষে SIR ঘোষণা বাংলায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সঙ্গে আরও এগারোটি রাজ্যেও এসআইআর শুরু হবে বলে পরিষ্কার জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ বৈঠকের পর সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন  কমিশনকে। সেখানেই প্রশ্ন ওঠে, আদৌ কি একজন ব্যক্তি একাধিক জায়গায় এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারেন? আর সেটা কি অপরাধ হিসাবে গণ্য হবে? এ দিন এই প্রশ্নেরও উত্তর দেয় কমিশন। জাননো হয়, কারও যদি একাধিক জায়গায় নাম থাকে তাহলে বুঝতে হবে তিনি অন্যায় করার জন্যই একাধিক এনুমারেশন ফর্ম ফিলাপ করছেন।

সাংবদিক বৈঠক থেকে জ্ঞানেশ কুমার বলেন, “একজন ব্যক্তির একটি এনুমারেশন ফর্ম প্রিন্ট হবে। তারপর সেই ব্যক্তি এনুমারেশন ফর্মে স্বাক্ষর করবেন। এরপর বিষয়টি খতিয়ে দেখবেন BLO। তারপর সেটি ড্রাফট লিস্টে আসবে। যদি ওই ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকে, তাহলে তাঁর নাম ভিন্ন ভিন্ন জায়গায় প্রিন্ট হবে। তাই কোনও ব্যক্তি যদি একাধিক জায়গায় এই এনুমারেশন ফর্ম ফিলাপ করেন, তাহলে বুঝতে হবে তিনি অন্যায় করার জন্যই এই কাজ করবেন।”

আজ কমিশন এও জানিয়েছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে প্রশিক্ষণের কাজ। যা চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। এরপর ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি-বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়ার ও জমার কাজ। ৯ ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকে টানা ৮ই জানুয়ারি, ২০২৬ সাল পর্যন্ত গ্রহণ করা হবে অভিযোগ, আবেদন। এই পর্বেই শুরু হয়ে যাবে বাড়ি-বাড়ি ভেরিফিকেশনের কাজ। যা চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর ৭ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।