Accident: মদ্যপ চালকেই সর্বনাশ! সাত সকালে দুর্ঘটনা ই এম বাইপাসে

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 11, 2025 | 10:38 AM

Accident: পুলিশ সূত্রের খবর, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো আছে স্পিডোমিটার। তারপরও নির্ধারিত গতি ছাড়িয়ে কীভাবে ছোটে গাড়ি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Accident: মদ্যপ চালকেই সর্বনাশ! সাত সকালে দুর্ঘটনা ই এম বাইপাসে
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা শহরে। শুক্রবারই একটি মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। আহত হন আরও কয়েকজন। আর এবার শীতের সকালে ফের দুর্ঘটনা। পরপর পোস্টে, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে।

শনিবার সকালের ঘটনা। গাড়িটি উল্টোডাঙা থেকে ই এম বাস ধরে এগোচ্ছিল। প্রবল গতিতে গাড়িটি যাচ্ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। যুবভারতী স্টেডিয়ামের ৫ নম্বর গেটের কাছে গাড়িটি আচমকা একটি পোস্টে ধাক্কা মারে। তারপরও এগোতে থাকে। এরপর ধাক্কা মারে রাস্তায় থাকা ডিভাইডারে। আর তাতেই উল্টে যায় গাড়িটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে চালক সহ ২ জন ছিলেন। দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো আছে স্পিডোমিটার। তারপরও নির্ধারিত গতি ছাড়িয়ে কীভাবে ছোটে গাড়ি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত নভেম্বর থেকে চলতি মাস অর্থাৎ জানুয়ারির মধ্যে শহরে গতির বলি হয়েছেন তিনজন। এর মধ্যে রয়েছেন মহিলা, রয়েছে শিশুও। বারবার গতির বলি হতে হচ্ছে যাত্রী বা পথচারীকে। পুলিশ বারবার সতর্ক করা সত্ত্বেও দুর্ঘটনা আটকানো যাচ্ছে না।

Next Article