Sealdah-Budge Budge line: বিকেল থেকে বন্ধ শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Sealdah-Budge Budge line: মালগাড়ি খারাপ হয়ে যাওয়ায় অবরুদ্ধ শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল। ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

Sealdah-Budge Budge line: বিকেল থেকে বন্ধ শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 14, 2021 | 10:06 PM

কলকাতা : বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল। মঙ্গলবার এই ঘটনার জেরে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। ট্রেন লাইন বন্ধ থাকার জন্য চাপ বেড়েছে রাস্তায়। শিয়ালদহ-বজবজ শাখার আকরা এবং সন্তোষপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিকেল ৪ টে থেকে রাত পর্যন্ত এই শাখায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিয়ালদহ থেকে মাঝেরহাটের দিকে ট্রেন এলেও সেই ট্রেন পরবর্তী সময়ে আবার শিয়ালদহে পাঠিয়ে দেওয়া হয়।

মালগাড়িতে কয়লা ছিল বলে জানা গিয়েছে। ট্রেনটি থেমে থাকায় সেই মালগাড়ি থেকে কয়লাও চুরি করে নেন অনেকে। এমন অভিযোগ সামনে এসেছে। শিয়ালদার সঙ্গে বজবজ এলাকার যোগাযোগ স্থাপন হয় এই লাইনের মাধ্যমে। সেই লাইনে ট্রেন চলাচল থমকে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। যান্ত্রিক গোলোযোগের কারণেই থেমে গিয়েছে ওই ট্রেন। কয়লা চুরির অভিযোগ সামনে আসতে ঘটনাস্থলে যায় আরপিএফ।

বজবজ, মহেশতলা, বাটানগর সহ বহু এলাকার বাসিন্দারা এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন। এ দিনের ঘটনায় তাই অসুবিধায় পড়েন অফিস ফেরৎ যাত্রীরা। একসঙ্গে অনেক মানুষ বাসে যাওয়ার চেষ্টা করেন, ফলে গাড়ি দাঁড়িয়ে যায়। ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয় রাস্তায়।

আরও পড়ুন : Corona Update: কলকাতা, উত্তর ২৪ পরগনায় মৃত্যুর কমতি নেই, সংক্রমণ বাড়ল দার্জিলিং-এ