
কলকাতা: অনুদান নিয়ে মামলা হয়েছে আগেও। এবার অনুদান ঘোষণা করার আগেই মামলার কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর সেই ঘোষণার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। নতুন করে আবেদন দাখিল করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত।
গত বছরও সৌরভ দত্তই মামলা করেছিলেন। সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছে আদালতে। কবে শুনানি হবে, তা এখনও জানা যায়নি। ২০২৪-এর আগেও এই সংক্রান্ত মামলা হয়েছে। ২০২২-এ শর্ত বেঁধে দিয়েছিল হাইকোর্ট। তবে অনুদান দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি।
গত বছর ৩৬৫ কোটি টাকা খরচ হয়েছিল এই অনুদান খাতে, এবার প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে। সেই টাকা নিয়েই উঠেছে প্রশ্ন।
২০১৮ সাল থেকে শুরু হয়ে অনুদান পর্ব। শুরুর বছর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার। প্রশ্ন ওঠে পুজোর জন্য সরকার কেন টাকা দেবে? তবে সে সব তর্ক-বিতর্ক পিছনে রেখেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক। রাজ্য জুড়ে হাজার হাজার ক্লাবকে দেওয়া হচ্ছে অনুদান। ১০ হাজার টাকা দিয়ে যে অনুদান পর্ব শুরু হয়েছিল, সেটাই এখন বেড়ে ১ লক্ষ ১০ হাজারে পৌঁছেছে। প্রায় ৯০০ শতাংশ বেড়েছে অনুদানের অঙ্ক।