Calcutta High Court: রাজ্যের ভোটে কেন বাংলাদেশি প্রার্থী! কী বলল হাইকোর্ট

High Court: জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, যখন মনোনয়ন দেওয়া হয়, তখন নির্বাচন কমিশনের উচিৎ প্রযুক্তির সাহায্য নিয়ে সব তথ্য খতিয়ে দেখা। এতে বিদেশি নাগরিকদের চিহ্নিত করা সম্ভব হবে।

Calcutta High Court: রাজ্যের ভোটে কেন বাংলাদেশি প্রার্থী! কী বলল হাইকোর্ট
হাইকোর্টের প্রধান বিচারপতিImage Credit source: GFX- TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 10, 2025 | 4:45 PM

কলকাতা: বাংলাদেশি নাগরিক এরাজ্যের ভোটে প্রার্থী হলেন কীভাবে? এই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে সেই মামলায় আপাতত হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

মানিক ফকির নামে এক ব্যক্তি ওই মামলা করেছিলেন। মামলাকারী এরাজ্যে দুজন প্রার্থীর উদাহরণ দেন। অভিযোগ, বনগাঁ দক্ষিণে আলোরাণি সরকার ২০২১ সালে ভোটে প্রার্থী হন, যিনি আদতে বাংলাদেশি। জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, যখন মনোনয়ন দেওয়া হয়, তখন নির্বাচন কমিশনের উচিৎ প্রযুক্তির সাহায্য নিয়ে সব তথ্য খতিয়ে দেখা। এতে বিদেশি নাগরিকদের চিহ্নিত করা সম্ভব হবে।

কেন্দ্রের আইনজীবী বলেন, এই বিষয়ে তদন্ত করা যায়। কারণ, এটা শুধু এই রাজ্যের বিষয় নয়, গোটা দেশের সমস্যা। প্রধান বিচারপতির প্রশ্ন, ওই নির্বাচনের সময় স্ক্রুটিনির সময় কেন বলা হল না যে ইনি বাংলাদেশি? আপাতত কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না আদালত। তবে সাধারণ নাগরিক চাইলে যে কোনও সময় এই ঘটনায় বাধা দিতে পারে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি।