Calcutta high Court: কীসের মা! দুঃখের দিনে কোথায় ছিল? ১৫ বছর পর সেই ছেলের মুখোমুখি, তবু ফেরাল না আদালত

Calcutta High Court: এত বছর পর হঠাৎ মায়ের তাঁকে প্রয়োজন পড়ল? হাইকোর্টে পাল্টা অভিযোগ নিয়ে হাজির অভিজ্ঞান। তাঁর স্পষ্ট বক্তব্য, যখন মা'কে তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় মা তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন।

Calcutta high Court: কীসের মা! দুঃখের দিনে কোথায় ছিল? ১৫ বছর পর সেই ছেলের মুখোমুখি, তবু ফেরাল না আদালত
Image Credit source: Meta AI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 03, 2025 | 7:57 PM

কলকাতা: স্বামীর সঙ্গে বনিবনা হয়নি। তাই বছর ১৫ আগে সংসার ছেড়েছিলেন ইন্দ্রাণী। স্বামীর থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথমে এক বাড়িতেই থাকতেন। পরে ছেলে অভিজ্ঞানকে বাপের বাড়িতে রেখে ইন্দ্রাণী চলে যান অন্যত্র। বিচ্ছেদ না করেই অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তাঁদের সন্তান অভিজ্ঞান তখন ছোট।

বিবাহ-বহির্ভূত সেই সম্পর্কেই তিনি থেকে গিয়েছিলেন। আর ছোট্ট অভিজ্ঞানকে রেখে এসেছিলেন বাপের বাড়িতে। তাই বাবা-মায়ের সঙ্গ ছাড়া মামার বাড়িতেই বড় হয় অভিজ্ঞান।

মাঝে ১৫ বছর কেটে গিয়েছে। সেই ছোট্ট ছেলে এখন স্মার্ট-ঝকঝকে যুবক। বর্তমানে নাবিক হিসেবে কাজ করেন তিনি। মায়ের সঙ্গে দেখা-সাক্ষাৎ প্রায় নেই বললেই চলে। সেই যুবক বোধহয় ভাবতেও পারেননি, হঠাৎ এত বছর বাদে মায়ের সঙ্গে তাঁর মুখোমুখি লড়াই হবে আদালতে।

অসুস্থ মা খোরপোষ চেয়ে মামলা করেছেন ছেলের বিরুদ্ধে! এত বছর পর হঠাৎ মায়ের তাঁকে প্রয়োজন পড়ল? হাইকোর্টে পাল্টা অভিযোগ নিয়ে হাজির অভিজ্ঞান। তাঁর স্পষ্ট বক্তব্য, যখন মা’কে তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় মা তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। ১৫ বছর পর যুবকের প্রশ্ন, জন্ম দিলেই কি মা হওয়া যায়? তবে কোর্টে যখন মামলা চলছে, অভিজ্ঞান তখন আটলান্টিক মহাসাগরের মাঝে। তাঁর পক্ষে আদালতে সওয়াল করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।

ছেলের এমন প্রশ্নের পরও মায়ের আবেদন ফেরাতে পারল না আদালত। শেষ বয়সের খাবার আর ওষুধ চেয়ে বৃদ্ধা যে আবেদন করেছেন, তাতে ‘না’ করতে পারেনি আদালত। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, মায়ের প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধপত্রের দায়িত্ব নিতে হবে ছেলেকে।