Calcutta High Court: ‘কাউকে জামাই আদর নয়’, এজি-র কথা শুনেই বিচারপতি বললেন, ‘আপনাদের বিরুদ্ধে ঠিক এই অভিযোগটাই আছে’

Calcutta High Court: গত কয়েক মাসে একাধিকবার বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের বিধায়কদের বচসা চলেছে। বিরোধী দলনেতা বারবারই অভিযোগ করেছেন, তাঁর উপর শারীরিক ও মানসিক চাপ দেওয়া হচ্ছে।

Calcutta High Court: কাউকে জামাই আদর নয়, এজি-র কথা শুনেই বিচারপতি বললেন, আপনাদের বিরুদ্ধে ঠিক এই অভিযোগটাই আছে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2025 | 12:40 PM

কলকাতা: বিধানসভায় নিরাপত্তারক্ষীদের প্রবেশের বিষয়ে কেন্দ্র- রাজ্যের জন্য কি একই নিয়ম প্রযোজ্য? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় সোমবার এ কথা জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃকা সিনহা। বিধানসভার ভিতরে নিরাপত্তারক্ষীদের প্রবেশ করতে দিতে হবে, আদালতে এমন আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, বিধানসভায় নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি।

এই বিষয়ে ২০২৪ সালে জারি হওয়া বিজ্ঞপ্তির নাকি ২০২১-এর পুরনো বিজ্ঞপ্তি কোনটা কার্যকর রয়েছে, তা বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিকে জানানোর নির্দেশ দেন বিচারপতি। রাজ্যের যুক্তি, নতুন বিজ্ঞপ্তিতে কেন্দ্র- রাজ্য সবার নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রে একই নিয়ম।

বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, “আপনি যদি কেন্দ্র- রাজ্য উভয়ের জন্য একই নিয়ম রাখেন, তাহলে এই মামলা শোনার আর কোনও প্রয়োজন নেই।” এজি কিশোর দত্ত বলেন,  “রাজ্যের জন্যও একই নিয়ম প্রযোজ্য।”  এজি আরও বলেন, “কাউকে জামাই আদর নয়।” এ কথা শুনে বিচারপতি বলেন, “কিন্তু আপনাদের বিরুদ্ধে তো ঠিক এই অভিযোগটাই রয়েছে।”

এজি-র বক্তব্য, এটা একটা দিনের ঘটনার কথা বলে মামলা হয়েছে। যেদিন,  তাঁর নিরাপত্তারক্ষীদের ঢুকতে দেওয়া হয়নি। এজি আরও জানান, ২১ সালের বিজ্ঞপ্তি অনেক আগের কথা, ২০২৪-এ নতুন বিজ্ঞপ্তির নোটিস দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্যের প্রত্যেকের গতিবিধি একটি নির্দিষ্ট জায়গার পর নিয়ন্ত্রিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিচারপতির পর্যবেক্ষণ,  “তাহলে কেন আদালত এই মামলা শুনবে? ওই নির্দিষ্ট জায়গার পর যে যার দায়িত্ব নিজে নিয়ে নেবেন”। এদিকে শুভেন্দুর আইনজীবীর দাবি, রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের নিরাপত্তারক্ষীরা লবিতে থাকতে পারেন, কিন্তু কেন্দ্রের কোনও নিরাপত্তারক্ষীদের থাকতে দেওয়া হবে না। সোমবার আদালতে রাজ্য স্পষ্টভাবে জানাবে, ঠিক কোন বিজ্ঞপ্তি কার্যকর রয়েছে।